Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2198
বাগধারা ও প্রবাদঃ পর্ব ৩

কৈ মাছের প্রাণ - যা সহজে মরে না।
কইয়ের তেল দিয়ে কই ভাজা - অন্যের উপর দিয়ে স্বার্থোদ্ধার করা।
কেউ কেটা - সামান্য।
কাক ভূষণ্ডী - সম্পূর্ণ ভেজা।
কাকনিদ্রা - অগভীর সতর্ক নিদ্রা।
কাগুজে বাঘ - মিথ্যা জুজু।
কাঁচা পয়সা - নগদ উপার্জন।
কাঁচা হাত - অপক্ক।
কাঁচা ধানে মই দেয়া - তৈরি জিনিস নষ্ট করা।
কাঁচা বাঁশে ঘুণ ধরা - অল্প বয়সে বিগড়ানো।
কেঁচো গণ্ডুষ - পুনরায় আরম্ভ।
কেঁচো খুঁড়তে সাপ - সামান্য থেকে অসামান্য পরিস্থিতি।
কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
কাছা ঢিলা - অসাবধান।
কাঁটার জ্বালা - অসহ্য দুঃখ।
কাঁটা দিয়ে কাঁটা তোলা - শত্রু দ্বারা শত্রু বিনাশ।
কাঁটা ঘায়ে নুনের ছিটা - ব্যথার উপর ব্যথা দেয়া।
কাঠের পুতুল - নির্জীব, অসার।
কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব বস্তু।
কাষ্ঠ হাসি - শুকনো হাসি।
কেতা দূরস্ত - পরিপাটি।
কত ধানে কত চাল - হিসেব করে চলা।
কথায় চিঁড়ে ভেজা - ফাঁকা বুলিতে কার্যসাধন।
কথার কথা - গুরুত্বহীন কথা।
কথা দেয়া - অঙ্গীকার করা।
কথা চালা - রটনা করা।
কথা কাটাকাটি করা - বাদ প্রতিবাদ করা।
কথা দিয়ে কথা নেয়া - কৌশলে মনের কথা বের করা।
কুনো ব্যাঙ - সীমিত জ্ঞান।
কান খাড়া করা - মনোযোগী হওয়া।
কান ভারী করা - কুপরামর্শ দান।
কানে তুলো দেয়া - ভ্রুক্ষেপ না করা।
কান পাতলা - সহজেই বিশ্বাসপ্রবণ।
কানে খাটো - যে কম শুনতে পায়।
কানে লাগা - শ্রুতিকটু ঠেকা।
কানা ছেলের নাম পদ্মলোচন - যার যে গুণ নেই সে গুণের ভান করা।
কানা কড়ি - কপর্দক।
কোণঠাসা করা - জব্দ করা।
কপাল পোড়া - হতভাগ্য।
কপাল ফাঁটা - অদৃষ্ট মন্দ হওয়া।
কপাল ফেরা - সৌভাগ্য লাভ।
কূপমণ্ডূক - ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
কেবলা হাকিম - অনভিজ্ঞ।
কল্কে পাওয়া - পাত্তা পাওয়া।
কারো পৌষ মাস, কারও সর্বনাশ - কারো সুদিন, কারও দুর্দিন।
করাতের দাঁত - উভয় সংকট।
কিল খেয়ে কিল চুরি - অপমান সয়ে চুপ থাকা।
কিলিয়ে কাঁঠাল পাকানো - অসম্ভবকে সম্ভব করা।
কালে ভদ্রে - কদাচিৎ।
কলুর বলদ - এক টানা খাটুনি।
কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।
কুলে কালি দেয়া - বংশে কলঙ্ক আনা।
কলির সন্ধ্যা - দুঃখের আরম্ভ।
কোলে পিঠে মানুষ করা - লালন পালন করা।
কুলোপনা চক্কর - সারহীন আড়ম্বর।
কড়ায় গণ্ডায় - সম্পূর্ণ, পুরোপুরি।
কুড়ে বাদশা - ভয়ানক অলস।
কংস মামা - নির্মম আত্নীয়।
ক-অক্ষর গোমাংস - বর্ণ পরিচয়হীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2647 Views
    by sajib
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    2183 Views
    by kajol
    0 Replies 
    1417 Views
    by tasnima
    0 Replies 
    1471 Views
    by mousumi

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]