Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2196
বাগধারা ও প্রবাদঃ পর্ব ২

আউলিয়া চাঁদ - যে অল্পেই আকুল হয়
আকাশের চাঁদ - দুর্লভ বস্তু
আকাশ কুসুম - অসম্ভব কল্পনা
আকাশে তোলা - অতিরিক্ত প্রশংসা করা
আকাশ থেকে পড়া - অপ্রত্যাশিত
আকাশ ভেঙে পড়া - ভীষণ বিপদে পড়া
আকাশ পাতাল - প্রচুর ব্যবধান
আক্কেল সেলামি - নির্বুদ্ধিতার দণ্ড
আক্কেল গুড়ুম - হতবুদ্ধি, স্তম্ভিত
আক্কেল দাঁত ওঠা - পাকা বুদ্ধি
আগুনে ঘি ঢালা - রাগ বাড়ানো
আগড়ম বাগড়ম - অনাবশ্যক বক্ বক্
আঙুল ফুলে কলাগাছ - হঠাৎ বড়লোক
আটকপালে - হতভাগ্য
আঠার মাসে বছর - দীর্ঘসূত্রিতা
আঁতে ঘা - মনে ব্যথা দেয়া
আদা জল খেয়ে লাগা - প্রাণপণ চেষ্টা করা
আদার ব্যাপারী - সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি
আদায় কাঁচকলায় - শত্রুতা
আদিখ্যেতা - ন্যাকামি
আধা খেঁচড়া - বিশৃঙ্খলা
আপন পায়ে কুড়াল মারা - নিজের অনিষ্ট নিজে করা
আবোল-তাবোল - বাজে কথা
আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ
আমড়াগাছি করা - প্রতারণাপূর্ণ তোষামোদ
আমতা আমতা করা - ইতস্তত করা, দ্বিধা করা
আলালের ঘরের দুলাল - অতি আদরে নষ্ট পুত্র
আষাঢ়ে গল্প - আজগুবি কেচ্ছা
আহলাদে আটখানা - অত্যন্ত খুশী
আড়ি পাতা - লুকিয়ে লুকিয়ে শোনা


ইঁদুর কপালে - নিতান্ত মন্দ ভাগ্য
ইঁচরে পাকা - অকালপক্ক
ইলশে গুঁড়ি - গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ইতর বিশেষ - পার্থক্য


ঈদের চাঁদ - অতি কাঙ্খিত বস্তু


উঠে পড়ে লাগা - বিশেষভাবে চেষ্টা করা
উত্তম মধ্যম - প্রহার, পিটুনি, মারা
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে - একের অপরাধে অপরকে দায়ী করা
উনিশ বিশ - সামান্য পার্থক্য
উভয় সংকট - শাখের করাত
উলুখাগড়া - গুরুত্বহীন লোক
উলু বনে মুক্ত ছড়ানো - অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান
উড়নচণ্ডী - অমিতব্যয়ী
উড়ো কথা - গুজব
উড়ো চিঠি - বেনামি পত্র
উড়ে এসে জুড়ে বসা - অনধিকারীর অধিকার্


ঊনপাঁজরে - হতভাগ্য দুর্বল
ঊনপঞ্চাশ বায়ু - পাগলামী


এক ক্ষুরে মাথা মুড়ানো - একই স্বভাবের
এক গোয়ালের গরু - একই শ্রেণিভূক্ত
এক কথার মানুষ - দৃঢ় সংকল্প ব্যক্তি
এক চোখা - পক্ষপাতিত্ব
এক ঢিলে দু’পাখি মারা - এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা
এক মাঘে শীত যায় না - বিপদ একবারই আসে না
এক বনে দুই বাঘ - প্রবল প্রতিদ্বন্দ্বী
এক হাত লওয়া - প্রতিশোধ নেয়া
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়
এলাহি কাণ্ড - বিরাট আয়োজন
এলোপাতাড়ি - বিশৃঙ্খলা
এলেবেলে - নিকৃষ্ট
এসপার ওসপার - মীমাংসা


ওজন বুঝে চলা - আত্নমর্যাদা রক্ষা করা
ওষুধ পড়া - প্রভাব পড়া
ওৎ পাতা - সুযোগের প্রতীক্ষায় থাকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2647 Views
    by sajib
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    2183 Views
    by kajol
    0 Replies 
    1417 Views
    by tasnima
    0 Replies 
    1471 Views
    by mousumi

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]