Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2178
কারক ও বিভক্তিঃ শেষ পর্ব
অধিকরণ কারক: ক্রিয়া সম্পাদনের কাল(সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার সঙ্গে কোথায়/কিসে/কখন যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই অধিকরণ কারক। অর্থাৎ স্থান-সময়-বিষয় বুঝালে অধিকরণ কারক হয়।
যেমন:
• আকাশে চাঁদ উঠেছে। ------- কোথায় উঠেছি? আকাশে- অধিকরণ কারক।
• রকিব অঙ্কে কাঁচা। ------- কিসে কাঁচা? অঙ্কে - অধিকরণ কারক।
• প্রভাতে সূর্য ওঠে। ------- কখন ওঠে? প্রভাতে-অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার:
ক. কালাধিকরণ খ. আধারাধিকরণ গ. ভাবাধিকরণ
আধারাধিকরণ:
আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত। যথা: ১. ঐকদেশিক ২. অভিব্যাপক ৩. বৈষয়িক।
• ঐকদেশিক আধারাধিকরণ: বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে, তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে।
পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো এক স্থানে)
বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)

সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন: ঘাটে নৌকা বাঁধা আছে (ঘাটের কাছে)।
দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষাদেহ তারে (দুয়ারের কাছে)।
রাজার দুয়ারে হাতি বাঁধা (দুয়ারের কাছে)
• অভিব্যাপক আধারাধিকরণ: উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন:
তিলে তৈল আছে। (তিলের সারা অংশ ব্যাপী)
নদীতে পানি আছে। (নদীর সমস্ত অংশ ব্যাপ্ত করে)
• বৈষয়িক আধারাধিকরণ: বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন:
তিনি ব্যাকরণে পণ্ডিত।
ধর্মে তোমার মতি হোক।
ভাবাধিকরণ: যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়। যেমন:
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। আলোয় আঁধার কাটে।
কান্নায় শোক কমে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। অধিকরণ কারক কত প্রকার? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০৪]
- তিন প্রকার
২। “বাড়ি ঘুরে এস” বাক্যে নিম্নরেখ(বাড়ি) শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১০]
- অধিকরণে প্রথমা
৩। ‘পরের দিন উৎসব’ বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১]
- অধিকরণ কারক
৪। “হৃদয় আমার নাচেরে আজিকে” বাক্যে নিম্নরেখ(আজিকে) শব্দটি কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৫]
- অধিকরণে ২য়া
৫। “খিলিপান দিয়ে ঔষধ খাবে।” বাক্যে খিলিপান দিয়ে কোন কারকে কোন বিভক্তি? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ছ ইউনিট: ০৯-১০]
- অধিকরণে তৃতীয়া
৬। অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ- [জেলা দুর্নীতি দমন অফিসার: ৯৪]
- বাড়ি থেকে নদী দেখা যায়
৭। ‘সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।’ এখানে সূর্যোদযে কোন কারকে কোন বিভক্তি? [ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ছ ইউনিটঃ ১০-১১/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ৮৯]
- অধিকরণে সপ্তমী
৮। ‘আলোয় আঁধার কাটে’ -এই বাক্যের ‘আলোয়’ কোন কারকে কোন বিভক্তি? [প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রীপরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪/যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী পরিচালকঃ ৯৯]
- অধিকরণে সপ্তমী
৯। ‘প্রভাতে উঠিল রবি লোহিত বরণ’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১০]
- অধিকরণে সপ্তমী
১০। “সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা” ‘সন্ধ্যারাগে’ কোন কারক? [জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ০২-০৩]
- অধিকরণ
১১। ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’ -এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [২৪তম বিসিএস/ পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
- অধিকরণ কারকে সপ্তমী
১২। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে? [বাতিলকৃত ২৪তম বিসিএস]
- আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
১৩। ‘পৃথিবীতে কে কাহার?’ - এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন? [দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শকঃ ০৪/যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী পরিচালকঃ৯৯]
- অধিকরণে সপ্তমী
১৪। ‘পুকুরে মাছ আছে’ বাক্যে ‘পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি? [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (টিভি প্রশিক্ষণ): ০৩]
- অধিকরণে সপ্তমী
১৫। “ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে” ‘ঘরেতে’ কোন কারক? [অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪]
- অধিকরণে সপ্তমী
১৬। “আয়ু যেন পদ্মা পাতায় নীড়।” এই বাক্যে ‘পদ্মা পাতায়’- [পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তাঃ ০১]
- অধিকরণ কারক
১৭। ’তিনি ব্যাকরণে পণ্ডিত’ নিম্নরেখ (ব্যাকরণে) শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০৬]
- অধিকরণে সপ্তমী
১৮। ‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’ এ বাক্যে ‘কাননে’ কোন কারক ও বিভক্তি? [প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সহকারী রাসায়নিকঃ ০২]
- অধিকরনে সপ্তমী
১৯। “রাজার দুয়ারে হাতি বাঁধা” ‘দুয়ারে’ পদটি কোন কারক? [ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৫-০৬]
- অধিকরণ
২০। “পাতায় পাতায় পড়ে শিশির” কোন কারকে কোন বিভক্তি? [ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ৯৫-৯৬]
- অধিকরণে সপ্তমী ও কর্মে শূন্য
২১। ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ কোন কারকে কোন বিভক্তি? [পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৭]
- অধিকরণে সপ্তমী
২২। ‘কান্নায় শোক কমে।’ এ বাক্যে ‘কান্নায়’ কোন কারক? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সহকারী রাসায়নবিদঃ ০১/সমবায় অধিদপ্তরের ২য় শ্রেণির গেজেটেড অফিসারঃ ৯৭]
- অধিকরণ কারক
২৩। ‘ধর্মে তোমার মতি হোক।’ বাক্যে নিম্নের শব্দটি কোন কারক কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক(IDB-ADP Project): ০১]
- অধিকরণে সপ্তমী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1412 Views
    by raihan
    0 Replies 
    1316 Views
    by shanta
    0 Replies 
    1238 Views
    by rana
    0 Replies 
    16984 Views
    by sajib
    0 Replies 
    1821 Views
    by afsara

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]