Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2176
কারক ও বিভক্তিঃ পর্ব ৬
সম্প্রদান কারক: যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী) সম্প্রদান কারক বলে। স্বত্ব ত্যাগ করে না দিলে কর্ম কারক হবে।
• পলাতক দাসে দাও স্বাধীনতা। ---------- কাকে দাও? দাসে- সম্প্রদান কারক। (স্বত্ব ত্যাগ করেছে বলে)
• ধোপাকে কাপড় দাও। -------------কাকে দাও? ধোপাকে --- কর্মকারক। (স্বত্ব ত্যাগ করে নাই বলে)

সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:

• চতুর্থী : ভিক্ষুককে ভিক্ষা দাও।
• সপ্তমী: সৎপাত্রে কন্যা দান কর।
সমিতিতে চাঁদা দাও।
অন্ধজনে দেহ আলো।
গৃহহীনে গৃহ দাও।


জ্ঞাতব্য: নিমিত্তার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়। যেমন: বেলা যে পড়ে এল, জলকে চল।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? [পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সহকারী ব্যবস্থাপকঃ ০৯]
- ভিক্ষুককে ভিক্ষা দাও
২। ‘পলাতক দাসে দাও স্বাধীনতা’- এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি? [দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ০৩]
- সম্প্রদানে সপ্তমী
৩। ‘গৃহহীনে গৃহ দাও’ বাক্যে গৃহহীনে কোন কারক-বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ৯০]
- সম্প্রদানে সপ্তমী

অপাদান কারকঃ যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
ক্রিয়ার সঙ্গে কোথা হতে/কি হতে/কিসের হতে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায, তা-ই অপাদান কারক। যেমন:
• গাড়ি স্টেশন ছাড়ে।-------------------- কোথা হতে ছাড়ে? স্টেশন- অপাদান কারক।
• তিলে তৈল হয়।----------------- কি হতে হয়? তিল - অপাদান কারক।

বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে।
মেঘ থেকে বৃষ্টি পড়ে।
গৃহীত: শুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়।
জাত: জমি খেকে ফসল পাই। খেজুর রসে গুড় হয়। টাকায় টাকা হয়।
বিরত: পাপে বিরত হও।
দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
রক্ষিত: বিপদে মোরে রক্ষা কর।
আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
ভীত: আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে।
স্থান ত্যাগ: গাড়ি স্টেশন ছাড়ে।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
• প্রথমা: বোঁট-আলগা ফল গাছে থাকে না।
মনে পড়ে সেই জৈষ্ঠ্যের দুপুরে পাঠশালা পলায়ন।
স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না।
• দ্বিতীয়া: বাবাকে বড্ড ভয় পাই।
• তৃতীয়া: তার চোখ দিয়ে পানি পড়ে।
• ষষ্ঠী: যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যে হয়।
বর্ষাকালে সাপের ভয়।
বাদলের ধারা ঝরে ঝর ঝর।
• সপ্তমী: সাদা মেঘে বৃষ্টি হয় না।
আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?
কি সাহসে ওখানে গেলে।
বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা।
সব ঝিনুকে মুক্তা মেলে না।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। “স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না।” এখানে স্কুল কোন কারকে কোন বিভক্তি? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চ ইউনিটঃ ০৯-১০]
- অপাদানে শূন্য
২। ”মনে পড়ে সেই জৈষ্ঠ্যের দুপুরে পাঠশালা পলায়ন।” ‘পাঠশালা’ কোন কারকে কোন বিভক্তি? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ৯৮-৯৯/চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ক ইউনিটঃ ০৩-০৪]
- অপাদানে প্রথমা
৩। ‘গাড়ী স্টেশন ছাড়ল’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাজশাহী বিভাগঃ ০৯]
- অপাদানে শূন্য
৪। ‘তার চোখ দিয়ে পানি পড়ে।’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাজশাহী বিভাগঃ ০৭]
- অপাদানে তৃতীয়া
৫। ‘মেঘ থেকে বৃষ্টি হয়।’ এই বাক্যের ’মেঘ থেকে’ কোন কারকে কোন বিভক্তি? [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাঃ ০৬]
- অপাদানে পঞ্চমী বিভক্তি
৬। ‘সাদা মেঘে বৃষ্টি হয় না’ - এখানে ‘মেঘে’ কোন কারক? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০১]
- অপাদান
৭। “কি সাহসে ওখানে গেলে” বাক্যে নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি কোনটি? [ সামজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৫]
- অপাদানে সপ্তমী
৮। ‘বাদলের ধারা ঝরে ঝর ঝর’ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি কোনটি? [সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালকঃ ০৫]
- অপাদানে ষষ্ঠী
৯। “বর্ষাকালে সাপের ভয়” ‘সাপের’ কোন কারকে কোন বিভক্তি? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৩-০৪]
- অপাদানে ষষ্ঠী
১০। ‘যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০৮]
- অপাদানে ষষ্ঠী
১১। “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বরিশাল বিভাগ): ০৭/ বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে সহকারী পরিচালকঃ ০৬/পাসপোর্ট এন্ড ইমিগ্রেশনে সহকারী পরিচালকঃ ০৬]
- অপাদানে সপ্তমী
১২। ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’ এখানে ‘রাঘবে’ কোন কারক? [ঢাবি ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ৯৪-৯৫]
- অপাদান
১৩। “সব ঝিনুকে মুক্তা মেলে না” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বরিশাল বিভাগঃ ০৯]
- অপাদানে সপ্তমী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3052 Views
    by sajib
    0 Replies 
    2839 Views
    by rajib
    0 Replies 
    2596 Views
    by kajol
    0 Replies 
    1664 Views
    by tasnima
    0 Replies 
    1944 Views
    by mousumi

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]