Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2171
কারক ও বিভক্তিঃ পর্ব ৫

১১. ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’ বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি? [গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহকারী প্রকৌশলী, মেকানিক্যাল এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংঃ৯৯/সহকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকঃ৯৭]
- করণে সপ্তমী
১২. ‘এ সাবানে কাপড় কাচা চলবে না’ - এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি? [দূর্নীতি দমন ব্যুরোর সহকারী উপ-পরিদর্শকঃ ০৪]
- করণে সপ্তমী
১৩. এই কলমে ভাল লেখা হয়। এই বাক্যে নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০৩-০৪]
- করণে সপ্তমী
১৪. ‘শিকারী বিড়াল গোঁফে চেনা যায়।’
এই বাক্যে ‘গোঁফে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [থানা শিক্ষা অফিসারঃ৯৬]
- করণে সপ্তমী
১৫. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ কোন কারকে কোন বিভক্তি? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ০৫-০৬]
- করনে সপ্তমী
১৬. ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’ এখানে ‘জলে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? [ ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চ ইউনিটঃ ০৫-০৬]
- করনে সপ্তমী
১৭. নিম্নরেখ পদটির কারক লিখঃ ‘সে কি আপন রঙে মন রাঙাবে’? [ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃ ১০-১১]
- করণ
১৮. “নতুন ধান্যে হবে নবান্ন” বাক্যে ‘ধান্যে’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঙ ইউনিটঃ ০৫-০৬]
- করণে সপ্তমী
১৯. ‘জগতে কীর্তিমান হও সাধনায়’ কোন কারকে কোন বিভক্তি? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ক ইউনিটঃ ০৬-০৭]
- করণে সপ্তমী
২০. “নৌকায় নদী পার হলাম।” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক(শরৎ): ১০]
- করণে সপ্তমী
২১. ‘টাকায় কি না হয়’ - ‘টাকায়’ কোন কারকে কোন বিভক্তি? [বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসারঃ ০৬]
- করণে ৭মী
২২. “টাকায় অসাধ্য সাধন হয়।” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১০]
- করণ কারকে সপ্তমী
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]