Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2152
কারক ও বিভক্তি: পর্ব ৪

করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই করণ কারক। যেমন:
ঘোড়াকে চাবুক মার। --------------------- কীসের দ্বারা মার? চাবুক - করণ কারক।
জগতে কীর্তিমান হয় সাধনায় ------ কী উপায়ে কীর্তিমান হয়? সাধনা - করণ কারক।

করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
প্রথমা: রনি তাস খেলে।
ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে।
অহংকার পতনের মূল।
নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা।

তৃতীয়া: লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।
মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন।

ষষ্ঠি: লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল।
হাতের কাজ দেখাও।
আত্মার সম্পর্কই আত্মীয়।
কালির দাগ দাও।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন।

সপ্তমী: শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা।
কথা নয়, কাজে পরিচয়।
ফলে বৃক্ষের পরিচয়।
ফুলে ফুলে ঘর ভরেছে।
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়।
তিনি চোখে দেখেন না।
এ সাবানে কাপড় কাচা চলবে না।
এই কলমে ভাল লেখা হয়।
সে কি আপন রঙে মন রাঙাবে।
নতুন ধান্যে হবে নবান্ন।
চেষ্টায় সব হয়।
নৌকায় নদী পার হলাম।
টাকায় কি না হয়।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে- [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাঃ ৯৭]
- করণ কারক
২. নিম্নের কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? [১২তম বিসিএস/দূর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ৯২]
- ঘোড়াকে চাবুক মার
৩. ‘অহংকার পতনের মূল’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১০]
- করণে শূন্য
৪. “নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা।” ‘রাস্তা’ শব্দটির কারক-বিভক্তি কোনটি? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৯-১০/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১০]
- করণে শূন্য
৫. ‘হাতের কাজ দেখাও’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ১০]
- করণে ষষ্ঠী
৬. ‘লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০৭]
- করনে ষষ্ঠী
৭. “আত্মার সম্পর্কই আত্মীয়” নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি? [রাবি ভর্তি পরীক্ষা: ১০-১১]
- করণে ষষ্ঠী
৮. ‘কালির দাগ দাও’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (রাজশাহী): ০৯]
- করণে ষষ্ঠী
৯. ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (চট্টগ্রাম বিভাগ): ০৮]
- করণে ষষ্ঠী
১০. ‘কথা নয়, কাজে পরিচয়।’ নিম্নরেখ পদটির কারক কোনটি? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ০৭-০৮]
- করণ
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]