- Tue Dec 17, 2019 9:21 am#2149
কারক ও বিভক্তি: পর্ব ৩
কর্মকারক: যাকে উদ্দেশ্য করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্মকারক। যেমন:
• ডাক্তার ডাক। ------------------ কি ডাকে? ডাক্তার - কর্মকারক।
• করিমকে রহিম গতকাল মেরেছে। ------------------ কাকে মেরেছে? করিমকে - কর্মকারক।
• দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। ------কি বলি? দুগ্ধ, হরিদ্রা - কর্মকারক।
কাকে বলি? দুধ, হলুদ - কর্মকারক।
• সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? - কর্মকারক।
কারক: কি দিব? ঔষধ = কর্মকারক
বিভক্তি: ঔষধ (ঔষধ + ০) = প্রথমা
----------------------------------------------
কারক-বিভক্তি: কর্তৃকারকে প্রথমা (শূন্য) বিভক্তি
কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা : রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।
আরিফ বই পড়ে।
এমন ছেলে আর দেখিনি।
বাঁশি বাজে।
কারক পড়ায় তারক ঠাকুর।
• দ্বিতীয়া: আমারে (আমা+রে) তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
রেখো মা দাসেরে মনে।
রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।
• ষষ্ঠী : আমাদের একটি গল্প বলুন
• সপ্তমী: জিজ্ঞাসিবে জনে জনে।
আমার গানের মালা আমি করব কারে দান।
গুরুজনে ভক্তি কর।
পড়াশোনায় মন দাও।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে- [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তাঃ০৩]
- কর্মকারক
২. ক্রিয়ার বিষয়কে কি বলে? [বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহে সহকারী সার্জনঃ ০৩]
- কর্ম
৩. “ডাক্তার ডাক।” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ১০-১১/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ১০]
- কর্মকারকে শূন্য
৪. ‘আরিফ বই পড়ে’ নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ঢাকা বিভাগ): ০৮]
- কর্মে শূন্য
৫. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [২৫তম বিসিএস]
- কর্মকারকে শূন্য
৬. “কারক পড়ায় তারক ঠাকুর।” কোন কারক? [রাজশাহী বিশ্ববিদ্যাল ভর্তি পরীক্ষা, আইন ও বিচারঃ ০৯-১০]
- কর্ম
৭. ‘করিমকে রহিম গতকাল মেরেছে’ বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসারঃ ০৬/দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালকঃ ০১]
- করিমকে
৮. “এমন ছেলে আর দেখিনি” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (খুলনা বিভাগ): ০৯]
- কর্মে শূন্য
৯. নিচের কোন বাক্যটিতে কর্ম কারকে ১মা বিভক্তি আছে? [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাঃ ৯৭]
- বাঁশি বাজে
১০. “রেখো মা দাসেরে মনে” এই বাক্যে ‘দাসেরে’ কোন কারকে কোন বিভক্তি? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ১০-১১]
- কর্মে দ্বিতীয়া
১১. “রহিম ধোপাকে কাপড় ধুতে দিল” ইহা কোন কারক? [সহকারী জজ নিয়োগ পরীক্ষাঃ০৮]
- কর্মকারক
১২. “আমাদের একটি গল্প বলুন” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ১০]
- কর্মে ষষ্ঠী
১৩. ‘জিজ্ঞাসিব জনে জনে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০৮/ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৪-০৫]
- কর্মে সপ্তমী
১৪. “গুরুজনে ভক্তি কর।” ‘গুরুজনে’ কোন কারক? [ঢাবি ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৯-১০/শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালকঃ ০৬]
- কর্মকারক
১৫. “পড়াশোনায় মন দাও।” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক(হেমন্ত): ১০]
- কর্মকারকে সপ্তমী
১৬. “শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (রাজশাহী বিভাগ): ০৮]
- অপাদানে পঞ্চমী
কর্মকারক: যাকে উদ্দেশ্য করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্মকারক। যেমন:
• ডাক্তার ডাক। ------------------ কি ডাকে? ডাক্তার - কর্মকারক।
• করিমকে রহিম গতকাল মেরেছে। ------------------ কাকে মেরেছে? করিমকে - কর্মকারক।
• দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। ------কি বলি? দুগ্ধ, হরিদ্রা - কর্মকারক।
কাকে বলি? দুধ, হলুদ - কর্মকারক।
• সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? - কর্মকারক।
কারক: কি দিব? ঔষধ = কর্মকারক
বিভক্তি: ঔষধ (ঔষধ + ০) = প্রথমা
----------------------------------------------
কারক-বিভক্তি: কর্তৃকারকে প্রথমা (শূন্য) বিভক্তি
কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা : রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।
আরিফ বই পড়ে।
এমন ছেলে আর দেখিনি।
বাঁশি বাজে।
কারক পড়ায় তারক ঠাকুর।
• দ্বিতীয়া: আমারে (আমা+রে) তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
রেখো মা দাসেরে মনে।
রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।
• ষষ্ঠী : আমাদের একটি গল্প বলুন
• সপ্তমী: জিজ্ঞাসিবে জনে জনে।
আমার গানের মালা আমি করব কারে দান।
গুরুজনে ভক্তি কর।
পড়াশোনায় মন দাও।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে- [ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তাঃ০৩]
- কর্মকারক
২. ক্রিয়ার বিষয়কে কি বলে? [বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহে সহকারী সার্জনঃ ০৩]
- কর্ম
৩. “ডাক্তার ডাক।” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ১০-১১/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ১০]
- কর্মকারকে শূন্য
৪. ‘আরিফ বই পড়ে’ নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ঢাকা বিভাগ): ০৮]
- কর্মে শূন্য
৫. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? [২৫তম বিসিএস]
- কর্মকারকে শূন্য
৬. “কারক পড়ায় তারক ঠাকুর।” কোন কারক? [রাজশাহী বিশ্ববিদ্যাল ভর্তি পরীক্ষা, আইন ও বিচারঃ ০৯-১০]
- কর্ম
৭. ‘করিমকে রহিম গতকাল মেরেছে’ বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসারঃ ০৬/দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সহকারী পরিচালকঃ ০১]
- করিমকে
৮. “এমন ছেলে আর দেখিনি” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (খুলনা বিভাগ): ০৯]
- কর্মে শূন্য
৯. নিচের কোন বাক্যটিতে কর্ম কারকে ১মা বিভক্তি আছে? [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাঃ ৯৭]
- বাঁশি বাজে
১০. “রেখো মা দাসেরে মনে” এই বাক্যে ‘দাসেরে’ কোন কারকে কোন বিভক্তি? [ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ১০-১১]
- কর্মে দ্বিতীয়া
১১. “রহিম ধোপাকে কাপড় ধুতে দিল” ইহা কোন কারক? [সহকারী জজ নিয়োগ পরীক্ষাঃ০৮]
- কর্মকারক
১২. “আমাদের একটি গল্প বলুন” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ১০]
- কর্মে ষষ্ঠী
১৩. ‘জিজ্ঞাসিব জনে জনে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০৮/ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৪-০৫]
- কর্মে সপ্তমী
১৪. “গুরুজনে ভক্তি কর।” ‘গুরুজনে’ কোন কারক? [ঢাবি ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৯-১০/শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালকঃ ০৬]
- কর্মকারক
১৫. “পড়াশোনায় মন দাও।” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক(হেমন্ত): ১০]
- কর্মকারকে সপ্তমী
১৬. “শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (রাজশাহী বিভাগ): ০৮]
- অপাদানে পঞ্চমী