Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2148
কারক ও বিভক্তিঃ পর্ব ২
কর্তৃকারক: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।

ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক। যেমন:
• মেয়েরা ফুল তোলে। ----- কারা তোলে? মেয়েরা - কর্তৃকারক।
• অন্ধজনে বন্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে। ---------- কে করে? অন্ধজনে - কর্তৃকারক।
• গায়ে মানে না, আপনি মোড়ল। ----------------- কে মানে না? গায়ে - কর্তৃকারক।
• পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। ------------- কে বলে? পাগলে - কর্তৃকারক।
কে খায়? ছাগলে - কর্তৃকারক।

কর্মবাচ্য বা ভাববাচ্যে বাক্যের ক্ষেত্রে বাক্যেকে প্রথমে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হবে, তারপর ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।
• বসিরকে যেতে হবে।
ভাববাচ্য: বসিরকে যেতে হবে।
কর্তৃবাচ্য: বসিরে যাবে। ------- কে যাবে? বসির - কর্তৃকারক।
• ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
কর্মবাচ্য: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
কর্তৃবাচ্য: ফেরদৌসী শাহনামা রচনা করেন। --কে করেন? ফেরদৌসী-কর্তৃকারক।

বিভিন্ন বিভক্তির ব্যবহার:

• হামিদ বই পড়ে।
কারক: কে পড়ে? হামিদ = কর্তৃকারক
বিভক্তি: হামিদ (হামিদ +০) = প্রথমা
---------------------------------------
হামিদ বই পড়ে: কর্তৃকারকে প্রথমা বিভক্তি

• বাপে না জিজ্ঞাসে, মায়ে না সম্ভাষে।
কারক: কে জিজ্ঞাসে? বাপে = কর্তৃকারক
বিভক্তি: বাপে(বাপ + এ) = সপ্তমী
-------------------------------------------
কারক-বিভক্তি: কর্তৃকারকে সপ্তমী বিভক্তি

• রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। --------- কর্তৃকারক
কারক: কারা লড়াই করে? রাজারা = কর্তৃকারক
বিভক্তি: রাজায় (রাজা + য়) = সপ্তমী
---------------------------------------------------
কারক-বিভক্তি: কর্তৃকারকে সপ্তমী বিভক্তি

• বুলবুলিতে ধান খেয়েছে।
কারক: কে খেয়েছে? বুলবুলিতে = কর্তৃকারক
বিভক্তি: বুলবুলিতে (বুলবুলি + তে) = সপ্তমী
----------------------------------------------
কারক-বিভক্তি: কর্তৃকারকে সপ্তমী বিভক্তি

• আমার যাওয়া হয় নি।
ভাববাচ্যে: আমার যাওয়া হয় নি।
কর্তৃবাচ্য: আমি যাইনি।
কারক: কে যাইনি? আমি = কর্তৃকারক
বিভক্তি: আমার (আমা + র) = ষষ্ঠী
-------------------------------------------------
কারক-বিভক্তি: কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা: জল পড়ে, পাতা নড়ে
নগরে রাজা এলা
জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।
• দ্বিতীয়া: আমাকে যেতে হবে।
• সপ্তমী: মানুষে ভাবে এক, হয় আর এক।
দশে মিলে করি কাজ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১. ‘জল পড়ে, পাতা নড়ে।’ এখানে ‘জল’ ও ’পাতা’ কোন কারকে কোন বিভক্তি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক:৯৩)
- কর্তায় প্রথমা
২. “নগরে রাজা এলো” ‘রাজা’ এর কারক ও বিভক্তি- ( জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিট: ১০-১১)
- কর্তায় শূন্য
৩. ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’ - এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি? (ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (সহ-ভূতত্ত্ববিদ): ০৬
- কর্তৃকারকে ১মা বিভক্তি
৪. ‘আমাকে যেতে হবে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (প্রাথমিক বিদ্যালয় সহকারী
শিক্ষক নিয়োগ: ১০)
- কর্তায় ২য়া
৫. ‘মানুষে ভাবে এক, হয় আর এক’। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাজশাহী বিভাগঃ ০৭)
- কর্তৃকারকে সপ্তমী
৬. ‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ: ১০/সাব-রেজিস্ট্রার: ০৩)
- কর্তৃকারকে সপ্তমী
৭. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসহকারী পরিচালক (শ্রম): ০১]
- অন্ধজনে বদ্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
৮. “দশে মিলে করি কাজ” ‘দশে’ শব্দটির কারক ও বিভক্তি- [বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেট: ০৭/রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সমাজবিজ্ঞান: ০৪-০৫]
- কর্তায় ৭মী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    357 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]