Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2142
কারক ও বিভক্তিঃ পর্ব ১
কারকঃ কারক (√কৃ + ণক) শব্দটির অর্থ- যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক ছয় প্রকার:
১. কর্তৃকারক ২. কর্মকারক ৩. করণ কারক ৪. সম্প্রদান কারক ৫. অপাদান কারক ৬. অধিকরণ কারক
বিভক্তি: বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। যেমন-ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
বাক্যটিতে ছাদে (ছাদ + এ বিভক্তি), মা (মা + ০ বিভক্তি), শিশুকে (শিশু + কে বিভক্তি), চাঁদ (চাঁদ +০বিভক্তি) ইত্যাদি পদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে।
বিভক্তি প্রধানত দুই প্রকারঃ যথা- ১. নাম বা শব্দ বিভক্তি ২. ক্রিয়া বিভক্তি
বাংলা শব্দ-বিভক্তি সাত প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী।
একবচন এবং বহু বচন ভেদে বিভক্তিগুলোর আকৃতিগত পার্থক্য দেখা যায়। যেমন:
বিভক্তির আকৃতি:
বিভক্তি - একবচন - বহুবচন
প্রথমা - ০ - গণ
দ্বিতীয়া - কে, রে - দিগকে, দিগেরে
তৃতীয়া - দ্বারা, দিয়া(দিয়ে), কর্তৃক - দিগের দিয়া, দিগকে দ্বারা, দিগ কর্তৃক
চতুর্থী - কে, রে - দিগকে, দিগেরে
পঞ্চমী - হইতে, থেকে, চেয়ে, হতে - দিগ হইতে, দিগের চেয়ে
ষষ্ঠী - র, এর - দিগের, দের
সপ্তমী - তে, এ, য় - দিগেতে, দিগে

কারক নির্ণয়ের সহজ পদ্ধতিঃ
ক্রিয়ার সঙ্গেঃ
• কে/কারা দিয়ে প্রশ্নের উত্তরেঃ কর্তৃকারক
• কি/কাকে দিয়ে প্রশ্নে উত্তরেঃ কর্মকারক
• কীসের দ্বারা/ কী উপায়ে দিয়ে প্রশ্নের উত্তরেঃ করণ কারক
• কি/ কাকে দিয়ে দিয়ে প্রশ্নের উত্তরে (যদি স্বত্ব ত্যাগ করে দান বোঝায়): সম্প্রদান কারক
• কোথা থেকে/কি হতে/ কিসের হতে দিয়ে প্রশ্নের উত্তরে অথবা ভয়-ডর-ভীতি-শংকা প্রকাশ পেলেঃ অপাদান কারক
• কোথায় / কিসে/ কখন দিয়ে প্রশ্নের উত্তরেঃ অধিকরণ কারক
স্থান-কাল-পাত্র-সময়-বিষয় বোঝালে
বিভিন্ন প্রতিযোগিতামূল পরীক্ষার প্রশ্নোত্তর
১. কারক (√কৃ + ণক) শব্দটির অর্থ কি? [রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সমাজবিজ্ঞানঃ ০৮-০৯]
- যা ক্রিয়া সম্পাদন করে
২. বাক্যের প্রতিটি পদের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের কি বলে? (তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাঃ ০৬/ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, গ ইউনিটঃ ০৩-০৪)
- বিভক্তি
৩. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? (উপজেলা পরিসংখ্যান কর্মকর্তাঃ ১০/সাব-রেজিস্ট্রারঃ ৯২)
- কারক
৪. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? ( সহকারী থানা শিক্ষা অফিসারঃ ০৯)
- কারক
৫. বিভক্তি প্রধানত কত প্রকার? ( ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ক ইউনিটঃ ০১-০২)
- দুই প্রকার
৬. বিভক্তি কত প্রকার? (রাবি ভর্তি পরীক্ষা, স, কঃ ০৪-০৫)
- ৭ প্রকার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    210 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]