Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2104
প্রত্যয় সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালকঃ ৯৯)
- প্রত্যয়
২. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? [তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক (গ্রড-২): ০৩]
- নতুন শব্দ গঠন
৩. শব্দ ও ধাতুর মূলকে বলে - (সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকঃ১০/প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাঃ০৪/দূর্নীতি দমন ব্যুরোর সহকারী উপপরিদর্শকঃ ০৪/দূর্নীতি দমন ব্যুরোর পরিদর্শকঃ ০৩)
- প্রকৃতি
৪. প্রকৃতি বলতে কি বোঝায়? (সাব-রেজিস্ট্রারঃ০৩)
- শব্দ ও ধাতুর মূল
৫. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম - (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০১)
- প্রকৃতি
৬. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় --- (১২তম বিসিএস/১০ম বিসিএস/ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী ভূ-পদার্থবিদঃ৯৮)
- ধাতু
৭. ক্রিয়া পদের মূল অংশক বলা হয় --- [বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন অধিকারিক (গ্রেড-২):০৬]
- প্রকৃতি
৮. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? (১৮তম বিসিএস)
- প্রাতিপদিক
৯. কৃৎ প্রত্যয় কাকে বলে? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের চীফ ইন্সট্রাক্টরঃ০৩)
- ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে
১০. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে- (আবহাওয়া অধিদপ্তরের অধীনে সহকারী আবহাওয়াবিদঃ০০)
- কৃদন্ত শব্দ
১১. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? (১২তম বিসিএস)
- পাঠক
১২. তদ্ধিত প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা ও জেলা সহকারী শিক্ষা অফিসারঃ০৩)
- বাংলাদেশী
১৩. ‘চাকরানী’ শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০১)
- আনী
১৪. ‘জেলে’ এর প্রকৃতি কি? (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সহকারী প্রকৌশলী, মেকানিক্যাল এন্ড পাওয়ারঃ৯৯)
- জাল+ইয়া
১৫. ‘বর্গাদার’ কোন প্রত্যয়ের উদাহরণ? (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে থানা প্রকৌশলী, সিভিল ইজ্ঞিনিয়ারিংঃ৯৯)
- বর্গা + দার
১৬. ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি? (২৭তম বিসিএস)
- মাছ + উয়া > ও
১৭. কোনটি বিদেশী প্রত্যয়যুক্ত শব্দ নয়? (তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অফিসারঃ ০৫)
- জমিদারী
১৮. কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ঢাকা বিভাগঃ ০২)
- মেছো
১৯. কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১)
- পাথুরে
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]