Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2085
সন্ধি বিষয়ক প্রশ্নোত্তর

সংজ্ঞাঃ সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি।
সন্ধির উদ্দেশ্যঃ ১. উচ্চারণে সহজপ্রবণতা।
২. ধ্বনিগত মাধুর্য সম্পাদন।

সন্ধির প্রকারভেদঃ সন্ধি দুই প্রকার। যথাঃ ক) বাংলা শব্দের সন্ধি খ) তৎসম (সংস্কৃত) শব্দের সন্ধি।
বাংলা শব্দের সন্ধি দুই প্রকার। যথাঃ ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি।
তৎসম শব্দের সন্ধি তিন প্রকার। যথাঃ ক) স্বরসন্ধি খ) ব্যঞ্জনসন্ধি ও গ) বিসর্গ সন্ধি

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে? (আবহাওয়া অধিদপ্তরের অধীন সহকারী আবহাওয়াবিদঃ৯৫)
- সন্ধি।
২. সন্ধির প্রধান সুবিধা কি? (১৮তম বিসিএস/সহকারী পরিসংখ্যান কর্মকর্তাঃ ৯৮)
- উচ্চারনের সুবিধা।
৩. সন্ধির উদ্দেশ্য কোনটি? (তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অফিসারঃ০৫)
- ধ্বনিগত মাধুর্য সৃষ্টি।
৪. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? (স ও জ গণপুর্ত অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী, সিভিলঃ০১)
- অব্যয়।

স্বরসন্ধি

স্বরসন্ধি কাকে বলে?
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
উদাহরণঃ রত্ন +আকর = রত্নাকর
পরি + আলোচনা= পর্যালোচনা

১. ‘স্বাগত’ এর সন্ধিবিচ্ছেদ কি?
- সু+আগত= স্বাগত।
২. ‘পাগলামী’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
- পাগল+আমি=পাগলামী।
৩. ‘পরীক্ষা’ সন্ধিবিচ্ছেদ কি হবে?
- পরি+ঈক্ষা=পরীক্ষা।
৪. ’বহ্ন্যুৎসব’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই--
- বহ্নি+উৎসব=বহ্ন্যুৎসব।
৫. ‘জনৈক’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
- জন+এক=জনৈক।
৬. ‘দৈনিক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
- দিন + এক=দৈনিক
৭. ‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছিদ-
- রবি+ইন্দ্র=রবীন্দ্র।
৮. ‘পিত্রালয়’ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে-
- পিতৃ+আলয়=পিত্রালয়।
৯. ’ক্ষুধার্ত’ এর সন্ধি বিচ্ছেদ-
- ক্ষুধা+ঋত
১০. ‘জলৌকা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- জল+ওকা=জলৌকা
১১. ’লবণ’ এর সন্ধিবিচ্ছেদ কি?
- লো+অন=লবণ
১২. ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
- নৌ+ইক=নাবিক
১৩. ‘নায়ক’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ-
- নৈ+অক=নায়ক
১৪. ‘ব্যর্থ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো-
- বি+অর্থ=ব্যর্থ


ব্যঞ্জন সন্ধি

ব্যঞ্জন সন্ধি কাকে বলে?
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি
স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি
ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি
উদাহরনঃ চলৎ+চিত্র=চলচ্চিত্র।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ‘বাগাড়ম্বর’ শব্দের সন্ধিবিচ্ছেদ- [৩০তম বিসিএস]
- বাক্+আড়ম্বর
২. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ- (১৭তম বিসিএস/পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তরে সহকারী পরিচালকঃ ০৩)
- ষট্+ঋতু
৩. ‘বৃষ্টি’ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? [তথ্য মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক গ্রেড-২:০৩]
- বৃষ্+তি
৪. ‘চলচ্চিত্র’-এর সন্ধি বিচ্ছেদ- [পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটরঃ ০২]
- চলৎ+চিত্র
৫. ‘পদ্ধতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়- [পিএসসি কর্তৃক নির্ধারিত ১২টি পদঃ০১]
- পদ্+হতি
৬. ‘উল্লাস’ এর সন্ধিবিচ্ছেদ- [প্রাথমি বিদ্যালয় সহকারী শিক্ষকঃ১০]
-উৎ+লাস
৭. ’উন্নত’ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে- [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বরিশাল বিভাগ): ০৯]
- উৎ+নীত
৮. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি? [১৫তম বিসিএস]
- দিব্+লোক
৯. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? (১৮তম বিসিএস)
- দুল্+না
১০. ‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালকঃ৯৯)
- নির+অবধি
১১. কোনটি ’নিরাময়’ শব্দের সন্ধিবিচ্ছেদ? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ঢাকা বিভাগঃ০২)
- নির+আময়
১২.’সংবাদ’ এর সন্ধিবিচ্ছেদ কি? [গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (টিভি প্রশিক্ষণ):০৩/গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের থানা প্রকৌশলীঃ ৯৯]
- সম+বাদ
১৩. ‘সংসার’ এর সন্ধিবিচ্ছেদ- (পরিসংখ্যান ব্যুরোর কম্পিউটার কর্মকর্তাঃ৯৫)
- সম+সার
১৪. ‘সংবিধান’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? (প্রধানমন্ত্রীর কার্যালয়ে পার্সোনাল অফিসারঃ০৪)
- সম+বিধান
১৫. ’অলংকার’ শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি? [উপজেলা নির্বাচন অফিসারঃ০৮]
- অলম+কার
১৬. ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? (অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তাঃ ০৪)
- দৃশ+অনীয়
১৭. ‘সাহচর্য’ শব্দের শুদ্ধ গঠন কোনটি? [৩০তম বিসিএস]
- সহচর+য
১৮. ‘কাঁদুনি’ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১০]
- কাঁদ+উনি
১৯. ‘মোড়ক’ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ১০]
- মুড়+অক
২০. ‘যাচ্ছেতাই’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? [ জাতীয় রাজস্ব বোর্ডের ইন্সপেক্টরঃ১০/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়কঃ১০]
- যা+ইচ্ছা+তাই
২১. সন্ধি বিচ্ছেদ করুনঃ পনির = [জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তাঃ ০৯]
- পনি + এর


বিসর্গ সন্ধি

বিসর্গ সন্ধি কাকে বলে?
- বিসর্গের সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. ‘প্রাতরাশ’ এর সন্ধি - [২৩তম বিসিএস]
- প্রাতঃ+রাশ
২. ‘মনঃকষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ - (উপজেলা ও থানা শিক্ষা অফিসারঃ ০৫)
- মনঃ+কষ্ট
৩. ’মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? (সাব-রিজিস্ট্রারঃ০৩)
- মনঃ+যোগ
৪. ‘মনস্তাপ’ এর সন্ধিবিচ্ছেদ- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ১০]
- মনোঃ+তাপ
৫. সন্ধির নিয়মে কোনটি ঠিক? (সহকারী থানা শিক্ষা অফিসারঃ ০৫/ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাইফার অফিসারঃ ৯৯)
- শিরঃ+ছেদ=শিরশ্ছেদ
৬. ‘দুর্যোগ’-এর সন্ধি বিচ্ছেদ কি? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০১)
- দুঃ+যোগ

নিপাতনে সিদ্ধ সন্ধি

নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে?
- যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে - (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০০)
- নিপাতনে সিদ্ধ সন্ধি।
২. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? (২৭তম বিসিএস)
- পর+পর=পরস্পর।
৩. ‘বনস্পতি’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? (অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালকঃ০৭)
- বন+পতি
৪. ‘অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (রাজশাহী বিভাগ): ০৯]
- অহঃ+অহ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    2647 Views
    by sajib
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    2183 Views
    by kajol
    0 Replies 
    1466 Views
    by shihab

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]