Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#2077
বাংলা ভাষার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে- [থানা সহকারী শিক্ষা অফিসারঃ০৫]
- ভাষা।

২. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? [ বাংলাদেশ ব্যাংকের অফিসারঃ ০১/পূবালী ব্যাংক জুনিয়র অফিসারঃ০০]
- ভাষা।

৩. উপভাষা (Dialect) কোনটি? [উপজেলা সমাজসেবা অফিসারঃ০৬]
- অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা।

৪. পৃথিবীতে বর্তেমানে কতগুলো ভাষা প্রচলিত? [ উপজেলা সমাজসেবা অফিসারঃ০৬]
ব্যাখ্যাঃ পৃথিবীতে বর্তমানে সাড়ে তিন হাজার ভাষা প্রচলিত আছে। [ সূত্রঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ]

৫. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঘ ইউনিটঃ ০২-০৩/ বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেটঃ০০/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকঃ৯৯/মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তাঃ৯৬/থানা সহকারী শিক্ষা অফিসারঃ ৯৫]
- অস্ট্রিক।

৬. ইন্দো-ইউরোপী ভাষার ক’টা শাখা? [সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠকঃ০৫]
- দুটো।

৭. ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক (গেড ২)ঃ ০৬]
- বাংলা।

৮. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে- [জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, খ ইউনিটঃ০৭-০৮]
- ইন্দো-ইউরোপীয়।

৯. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে- [১৭তম বিসিএস/প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালকঃ০৭/সহকারী পরিচালক পাসপোর্ট এন্ড ইমিগ্রেশনঃ০৩]
- প্রাকৃত।

১০. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ -- [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠা পরিদর্শন পরিদপ্তরের সহকারী পরিদর্শকঃ ০৫]
- স্বাভাবিক।

১১. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? [ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদঃ০৪]
- অপভ্রংশ।

১২. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন? [ কারা তত্ত্বাবধায়কঃ০৬/কারিগরি শিক্ষকঃ০৫]
- গৌড় অপভ্রংশ।

১৩. বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? [সাব-রেজিস্ট্রারঃ০৩]
- খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়।

১৪. বাংলা ভাষার উদ্ভব হয় -- [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালকঃ০১]
- সপ্তম খ্রিস্টাব্দে।

১৫. বাংলা ভাষার বয়স কত? [মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রদর্শক পরীক্ষাঃ ০৪/কর্মসংস্থান ব্যাংক এসিস্টেন্ট অফিসারঃ ০১]
- ১০০০ বছর।

ব্যাখ্যাঃ বাংলা ভাষার বয়স,
একবিংশ শতাব্দী - সপ্তম শতাব্দী = ১৪০০ বছর
অথবা, একবিংশ শতাব্দী - দশম শতাব্দী = ১১০০ বছর

১৬. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি? [ ১৪তম বিসিএস/থানা শিক্ষা অফিসারঃ৯৬/জেলা দূর্নীতি দমন অফিসারঃ ৯৪]
- দশম থেকে চতুর্দশ শতাব্দী।

১৭. ইন্দো-ইউরোপীয় ভাষার শাখা কতটি ও কি কি?
- দুটি। যথা- কেন্তম ও শতম।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]