Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1992
৪১তম বিসিএস
প্রিলিমিনারি প্রস্তুতিঃ বাংলা ভাষা

পূর্ণমান ৩৫

বাংলা ভাষা#১৫
প্রয়োগ-অপপ্রয়াগ

- ‘কর্তৃপক্ষগণ’ শব্দটির শুদ্ধ প্রয়োগ - কর্তৃপক্ষ ।
-’আয়ত্তাধীন’ ও ’কেবলমাত্র’ যে কারণে অশুদ্ধ - শব্দের গঠনগত।
-’সার্কভুক্ত অন্যান্য দেশগুলো’ বাক্যটি যে কারণে অশুদ্ধ - বহুবচনের অপপ্রয়োগজনিত।
-’মন্ত্রীপরিষদ’ যে কারণে অশুদ্ধ - বানানগত।

বানান ও বাক্য শুদ্ধি

বানান শুদ্ধি
- নিশীথিনী, সমীচীন, মরীচিকা, গণিকা, শোণিত, নির্নিমেষ, শ্বশুর, বিকেন্দ্রীকরণ, সরস্বতী, অগ্নিবীণা, তিতিক্ষা, শশাঙ্ক, চক্ষুষ্মান, ভদ্রোচিত, মাধুরী, পরিষ্কার, মাধ্যাকর্ষণ।

বাক্য শুদ্ধি

অশুদ্ধঃ বিধি লঙ্ঘন হয়েছে।
শুদ্ধঃ বিধি লঙ্ঘিত হয়েছে।
অশুদ্ধঃ আমার টাকার আবশ্যক নেই।
শুদ্ধঃ আমার টাকার আবশ্যকতা নেই।
অশুদ্ধঃ তিনি একজন ভাগ্যবান মহিলা।
শুদ্ধঃ তিনি একজন ভাগ্যবতী মহিলা।
অশুদ্ধঃ জ্ঞানী মানুষ অবশ্যই যশলাভ করেন।
শুদ্ধঃ জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করেন।

পারিভাষিক শব্দ

Key note - মূলভাব ।
Memorandum - স্মারকলিপি ।
Mortgage - বন্ধক ।
Notice - বিজ্ঞপ্তি ।
Propaganda - প্রচারণা ।
Referendum - গণভোট ।
Secretariat - সচিবালয় ।
Manifesto - ইশতেহার ।
Ultimatum - চরমপত্র ।
Ordnance - সমরাস্ত্র ।
Divulge - প্রকাশ করা ।

সমার্থক শব্দ

কিরণঃ আলো, বিভা, ময়ূখ, প্রভা, দীপ্তি, কর ।
অসিঃ তরবারি, তলোয়ার, কৃপাণ, খড়গ ।
কন্যাঃ নন্দিনী, দুহিতা, আত্নজা, দুলালি, তনয়া ।
অরণ্যঃ কানন, জঙ্গল, কান্তার, অটবি, বিপিন, বন ।
ঘরঃ নিলয়, নিকেতন, ভবন, সদন, নিবাস, আগার ।

বিপরীতার্থক শব্দ

অনুগ্রহ - নিগ্রহ ।
অলীক - বাস্তব ।
আকুঞ্চন - প্রসারণ ।
অনাবিল - আবিল ।
আকর্ষণ - বিকর্ষণ ।
জঙ্গম - স্থাবর ।
চপল - গম্ভীর ।
ক্ষীয়মাণ - বর্ধমান ।
তিরস্কার - পুরস্কার ।
বিনয় - ঔদ্ধত্য ।

ধ্বনি ও বর্ণ

- বাংলা ভাষার ওষ্ঠ ব্যঞ্জনধ্বনির সংখ্যা - পাঁচটি ।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ - আটটি ।
- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে - কার ।
- যৌগিক স্বরধ্বনিকে বলা হয় - দ্বিস্বর বা সন্ধিস্বর বা যৌগিক স্বর ।
- ব্যঞ্জনধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমন ঘটে - স্বরধ্বনির ।
- উষ্মধ্বনি - চারটি; শ, ষ, স, হ ।
- বাংলা স্বরবর্ণে দীর্ঘস্বর - ৭টি; আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ ।

শব্দ ও পদ

- অর্থ অনুসারে বাংলাভাষার শব্দ - তিন প্রকার ।
- রাজপুত, মহাযাত্রা, জলধি, পঙ্কজ প্রভৃতি যে ধরনের শব্দ - যোগরূঢ় ।
- আনারস, আলপিন, চাবি, গির্জা, আলমারি প্রভৃতি যে ভাষার শব্দ - পর্তুগিজ ।
- রাজা-বাদশা মিশ্র শব্দটি যে দুটি ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে - তৎসম + ফারসি ।

বাক্য

- গঠনগত দিক থেকে বাক্য - তিন প্রকার ।
- একটি সার্থক বাক্যের গুণ হচ্ছে - তিনটি (আকাঙক্ষা, আসত্তি ও যোগ্যতা) ।
- ’তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি- যে ধরনের বাক্য - যৌগিক ।
- ’মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি’- যে ধরনের বাক্য - সরল ।

প্রকৃতি ও প্রত্যয়

মানব= মনু+ষ্ণ ।
চিরুনি = √ চির+অনি ।
সার্বভৌম= সর্বভূমি + ষ্ণ ।
খ্যাত= √খ্যা + ক্ত ।
তরঙ্গিত = তরঙ্গ + ইত ।
মাতা = √মা +তৃচ্
পঙ্কিল = পঙ্ক + ইল ।
আত্নঘাতী = আত্ন-√হণ্ ।
বায়বীয় = বায়ু +নীয় ।
ঈশ্বর = ঈশ্ + বর।

সন্ধি

কথামৃত= কথা + অমৃত ।
যথেষ্ট= যথা + ইষ্ট ।
গঙ্গোর্মি= গঙ্গা + ঊর্মি ।
ক্ষুধার্ত= ক্ষুধা + ঋত ।
প্রত্যয় = প্রতি + ঊষ ।
অন্বেষণ= অণু + এষণ ।
নাবিক= নৌ + ইক ।
ষড়ানন= ষট্ + আনন ।
কুজ্ঝটিকা= কুৎ + ঝটিকা ।
উল্লাস= উৎ +লাস ।

সমাস

সমাসনিষ্পন্ন পদকে বলে - সমস্তপদ ।
দুধে-ভাতে = অলুক দ্বন্দ ।
আসল-নকল = দ্বন্দ ।
নীলপদ্ম = কর্মধারয় ।
ক্রোধানল = রূপক কর্মধারয় ।
বিয়েপাগলা = তৎপুরুষ ।
পঙ্কজ = তৎপুরুষ ।
সহোদর = বহুব্রীহি ।
জীবন্মৃত = বহুব্রীহি ।
শতাব্দী = দ্বিগু ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    215 Views
    by mousumi
    0 Replies 
    96 Views
    by raihan
    0 Replies 
    956 Views
    by mousumi
    0 Replies 
    438 Views
    by sajib
    0 Replies 
    274 Views
    by kajol

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]