Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
By apple
#1923
//1. গৌরচন্দ্রিকা --ভূমিকা
2. শাপে বর --অনিষ্ট করতে গিয়ে ভাল হওয়া
//3. 'তামার বিষ'--অর্থের কুপ্রভাব
//4. 'কান কাটা'-- বেহায়া
//5. ঠোঁটকাটা--স্পষ্টভাষী
6. ‘লেফাফা দুরস্ত’-বাইরের ঠাট বজায় রেখে চলা
//7. 'গড্ডালিকা প্রবাহ'--অন্ধ অনুকরণ
//8. ‘চক্ষুদান’-- চুরি করা
9. মাথায় হাত বুলানো’-- ফাঁকি দেওয়া
//10. 'আদিখ্যেতা'--ন্যাকামি
11. ‘দস্ত-ব-দস্ত’--হাতে-হাতে
12. অন্ধকার দেখা--- হতবুদ্ধি
//13. ‘উত্তম মধ্যম’ --প্রহার করা/মারা
//14. ‘কাকনিদ্রা’ --অগভীর সতর্ক নিদ্রা
//15. 'কংস মামা' --নির্দয় আত্মীয়
//16. ‘শকুনি মামা’--কুচক্রী মামা
17. ‘নদের চাঁদ’ --অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি
//18. খোদার খাসি--'ভাবনা চিন্তাহীন'
//19. ইচঁড়ে পাকা --'অকালপক্ক'
20. ‘ভূষণ্ডির কাক’ --দীর্ঘায়ু ব্যক্তি
//21. ঘাটের মরা--অতি বৃদ্ধ
//22. ‘মাছের মা’—নিষ্ঠুর/নির্মম
//23. কূপমণ্ডপ-- সীমতি জ্ঞানের মানুষ
24. 'বক দেখানো' --অশোভনভাবে বিদ্রুপ করা
//25. ‘চাঁদের হাট’--প্রিয়জন সমাগম
26. কান ভারী করা/ কান ভাঙানো --কুপরামর্শ দেয়া
27. ঔষধ ধরা--'সক্রিয় হওয়া'
28. ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’--কোন দায়িত্ব গ্রহণ না করা
//29. 'বিষ নেই তার কুলোপনা চক্কর'--অক্ষম ব্যাক্তির বৃথা আস্ফালন
//30. ‘বড়র পীরিত বালির বাঁধ’--ভঙ্গুর
31. উলু খাগড়া--নিরীহ প্রজা
32. 'হাত জোড়া থাকা'--কর্মব্যস্ত থাকা
33. 'সাতকাহন' --প্রচুর পরিমাণ
34. 'কেঁচো গণ্ডূষ'--নতুন করে আরম্ভ করা
35. ‘ইতর বিশেষ’—ভেদাভেদ/ পার্থক্য
36. গোকুলের ষাঁড়--স্বেচ্ছাচারী লোক
//37. ‘ওজন বুঝে চলা’--আত্মসম্মান রক্ষা করা
38. 'কলির সন্ধ্যা' -- দুঃখের সূচনা
39. উড়নচণ্ডী --অমিতব্যয়ী
//40. 'গাছপাথর' --হিসাব-নিকাশ
41. 'স্বর্গে বাতি দেওয়া' --বংশ রক্ষা করা
//42. 'ক-অক্ষর গোমাংস' --অশিক্ষিত ব্যাক্তি
43. 'ছেঁড়া চুলে খোপা বাঁধা' --পরকে আপন করার চেষ্টা
44. ছ কড়া ন কড়া--সস্তা দর
45. 'বিড়ালের আড়াই পা' -- বেহায়াপনা
46. ‘ব্যাঙের আধুলি’ --সামান্য ধন
//47. আক্কেল সেলামি’--নির্বুদ্ধিতার দণ্ড
48. 'হাত কামড়ানো'-- আফসোস করা
49. ‘হাতটান’--চুরির অভ্যাস
//50. ঊনপঞ্চাশ বায়ু—পাগলামি
//51. ‘শিরে সংক্রান্তি’-- আসন্ন বিপদ
//52. ‘রামগরুড়ের ছানা’--গোমড়ামুখো লোক
53. 'বাঘের মাসি'-- আরাম প্রিয় ব্যাক্তি
54. 'হাড় জুড়ানো' --স্বস্তি লাভ করা
55. 'ফপর দালালি'- -গায়ে পড়ে মাতব্বরী
//56. আঙুল ফুলে কলাগাছ --'হঠাৎ ধনী হওয়া'
//57. ‘সাক্ষী গোপাল’--নিষ্ক্রিয় দর্শক
58. উলু খাগড়া--নিরীহ প্রজা
59. 'টুপভুজঙ্গ'—নেশাগ্রস্ত
60. চর্বিত চর্বণ—পুনরাবৃত্তি
61. 'টীকাভাষ্য'--দীর্ঘ আলোচনা
//62. বিসমিল্লায় গলদ/গোঢ়ায় গলদ--শুরুতেই ভুল
63. চোখের পর্দা/চোখের চামড়া—লজ্জা নয়
64. নগদ নারায়ণ/কাঁচা টাকা--নগদ অর্থ
65. ঝাঁকের কৈ/এক ক্ষুরে মাথা মুড়ানো--একই দলভুক্ত
66. কচ্ছপের কামড়/নাছোড় বান্দা--যা সহজে ছাড়ে না
67. নাক উচানো/নাক সিঁটকানো-- অবজ্ঞা করা
68. মুখচোরা/মেনিমুখো—লাজুক
69. হ য ব র ল /লেজে গোবরে (বিশৃঙ্খলা)
70. ষোল আনা/ষোল কলা--পুরোপুরি
71. দহরম মহরম/'হরিহর আত্মা'--অন্তরঙ্গ বন্ধুত্ব
//72. কুল কাঠের আগুন/ তুষের আগুন--তীব্র জ্বালা
73. 'ঢাকের বায়া'/'ফেকলু পার্টি --মূল্যহীন বস্তু
74. আকাশ ভেঙ্গে পড়া/বিনা মেঘে বজ্রপাত ---হঠাৎ বিপদ
75. অষ্টরম্ভা/কলা দেখানো/‘লম্বা দেয়া’ —ফাঁকি দেয়া
76. ঢাকের কাঁঠি/মোসাহেব/খয়ের খাঁ/ধামা ধরা—তোষামুদে
77. লেফাফা দুরস্ত/কেতা দুরস্ত/ কাপুড়ে বাবু/ ফুলবাবু—পরিপাটি
78. ‘পায়াভারী’/সাপের পাঁচ পা দেখা/ নথ নাড়া - অহংকার
//79. আঠারো মাসে বছর/‘হচ্ছে হবে’/গড়িমসি—দীর্ঘসূত্রিতা
80. কানকাটা/ দুই কান কাটা/চশমখোড়—বেহায়া
81. অপোগণ্ড/ গোবর গণেশ/ ঠুটো জগন্নাথ/'ধর্মের ষাঁড়'—অকর্মণ্য
82. উনপাঁজুরে/ তাল পাতার সেপাই/ আটাশে ছেলে/ছা পোষা —দুর্বল
83. কিপটের জাসু/হাত ভারি/হাতে জল না লাগা--অত্যন্ত কৃপণ
84. ভুতের বাপের শ্রাদ্ধ/ ভস্মে ঘি ঢালা/ হরিলুট/নয় ছয়--অপব্যয়
85. ভেরেন্ডা ভাজা/ ঘোড়ার ঘাস কাটা/ ভূতের ব্যাগার-- অকাজে সময় নষ্ট করা
86. অকাল কুষ্মাণ্ড/আমড়া কাঁঠের ঢেঁকি/ঢেঁকির কুমির,কচুবনের কালাচাঁদ/ঘটিরাম --অপদার্থ
87. ‘একাদশে বৃহস্পতি’/'পাথরে পাঁচ কিল'/ পোয়া বারো/ কপাল ফেরা/লগন চাঁদ --সৌভাগ্যের বিষয়
88. হতভাগ্য/ইঁদুর কপালে/আটকপালে/অষ্টকপাল/হাড় হাভাতে/কপাল পোড়া—মন্দভাগ্য
89. গোঁফ খেজুরে/ঢিমে তেতালা/চিনির পুতুল/ননীর পুতুল/গদাই লস্করি চাল —অলস
90. কাঁঠালের আমস্বত্ব/ঘোড়ার ডিম/ব্যাঙের সর্দি/ সোনার পাথর বাটি/‘ডুমুরের ফুল’-- অসম্ভব বস্তু
91. অঘাচণ্ডী/অঘারাম/অহারাম/ বুদ্ধির ঢেঁকি/ গোঁয়ার গোবিন্দ/‘গোবর গণেশ’—নির্বোধ/ মূর্খ
92. অগ্যস্ত যাত্রা/পটল তোলা/ ভবলীলা সাঙ্গ/ পঞ্চত্ব প্রাপ্তি,/ অক্কা পাওয়া-- শেষ বিদায় বা মৃত্যু
93. অহি নকুল/দা কুমড়া/আদায় কাঁচকলায়/সাপে নেউলে/ চোখের বালি-- শত্রুতা
94. অমাবস্যার চাঁদ/আলেয়ার আলো/আকাশের চাঁদ/বাঘের চোখ/বাঘের দুধ-- দুর্লভ বস্তু
95. সোনায় সোহাগা/মাণিকজোড়/মণিকাঞ্চনযোগ/রাজ যোটক-- চমৎকার মিল
96. অলীক কল্পনা/ দিবাস্বপ্ন/ শূন্যে সৌধ নির্মাণ করা/ আকাশ কুসুম কল্পনা-- মিথ্যা স্বপ্ন
97. জলে কুমির ডাঙায় বাঘ/শাখের করাত/করাতের দাঁত, শ্যাম রাখি না কুল রাখি-- উভয় সঙ্কট
98. দুধের মাছি/বসন্তের কোকিল/শরতের শিশির/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী-- সুসময়ের বন্ধু
99. বক ধার্মিক/ ভিজে বিড়াল/বর্ণচোরা/ বিড়াল তপস্বী/ তুলসী বনের বাঘ—ভণ্ড
100. 'হাতের পাঁচ/সবে ধন নীলমণি/ অন্ধের যষ্ঠি/নড়ি --একমাত্র অবলম্বন
Prepared by Kabil Mahmud
    Similar Topics
    TopicsStatisticsLast post
    Ballon d'Or - এর অর্থ কি?
    by romen    - in: খেলাধুলা
    2 Replies 
    357 Views
    by badr
    1 Replies 
    1172 Views
    by bilal
    0 Replies 
    600 Views
    by kajol
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]