Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
By shohag
#1830
-------আদি স্বরাগম
**আদিতে স্বরধ্বনি আসে।
যেমনঃ স্কুল> ইসকুল,
স্টেশন> ইস্টিশন
--------মধ্য স্বরাগম
**মধ্যে স্বরধ্বনি আসে।
যেমনঃ রত্ন> রতন,
ক্লিপ> কিলিপ,
গ্রাম> গেরাম
---------অন্ত্যস্বরাগম
**অন্ত্য বা শেষে স্বরধ্বনি আসে।
যেমনঃ সত্য> সত্যি,
দিশ> দিশা
-------অপিনিহিতি
**পরের ই-কার আগে উচ্চারিত হয়।
যেমনঃ আজি> আইজ,
মারি> মাইর
-------অসমীকরণ
**একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্যে মাঝখানে স্বরধ্বনি যক্ত হয়।
যেমনঃ ধপ+ধপ> ধপাধপ,
টপ+টপ> টপাটপ
----স্বরসঙ্গতি
**এক স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরের পরিবর্তন ঘটে।
যেমনঃ দেশি> দিশি,
মুলা> মুলো
**এর মধ্যে আদিস্বর হলে>> #প্রগত
যেমনঃ তুলা> তুলো
**অন্ত্যস্বর হলে>> #পরাগত
যেমনঃদেশি> দিশি
**মধ্যস্বর পরিবর্তিত হলে>> #মধ্যগত
যেমনঃ বিলাতি> বিলিতি
**আদ্য ও অন্ত্য দুইই প্রভাবিত হলে>> #অন্যোন্য
যেমনঃ মোজা> মুজো
-----;সম্প্রকর্ষ বা স্বরলোপ
**দ্রুত উচ্চারণের জন্যে #আদি #আন্ত্য বা #মধ্যে স্বরধ্বনির লোপ হয়।
যেমনঃ
আদিস্বরলোপঃ আলাবু>লাবু>লাউ
মধ্যস্বরলোপঃ সুবর্ণ> স্বর্ণ
অন্ত্যস্বরলোপঃ আশা> আশ
-----ধ্বনি বিপর্যয়
**দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন হয়।
যেমনঃ পিশাচ> পিচাশ,
লাফ> ফাল
------সমীভবন
**দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে শেষ বর্ণ দুইবার হয়ে যায়।
যেমনঃ কাদনা> কান্না,
জন্ম> জম্ম
**এর মধ্যে,
পূর্বের প্রভাবে পরের পরিবর্তন হলে--- #প্রগত_সমীভবন
**যেমনঃ চক্র> চকক,
পক্ব> পকক
পরের প্রভাবে পূর্বের পরিবর্তন হলে---- #পরাগত_সমীভবন
**যেমনঃ উৎ +মুখ> উন্মুখ
**পরস্পরের প্রভাবে দুটির পরিবর্তন---- #অন্যোন্য_সমীভবন
----;;বিষমীভবন
**দুটো সমবর্ণের একটির পরিবর্তন।
যেমনঃ শরীর> শরীল,
লাল> নাল
------দ্বিত্ব ব্যঞ্জন
**জোর দেওয়ার জন্যে দ্বিত্ব উচ্চারণ হয়।
যেমনঃ পাকা> পাক্কা,
সকাল> সক্কাল
------ব্যঞ্জন বিকৃতি
**পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন আসে।
যেমনঃ কপাট> কবাট,
ধোবা> ধোপা
------অন্তর্হতি
**পদের মধ্যে ব্যঞ্জনধ্বনি লোপ পায়।
যেমনঃ ফাল্গুন> ফাগুন,
ফলাহার>ফলার
------অভিশ্রুতি
**এটা মুলত সাধু চলিত এর পরিবর্তন হয়।
যেমনঃ বলিয়া> বলে,
শুনিয়া> শুনে
------ব্যঞ্জনচ্যুতি
**সমউচ্চারণের দুটি ব্যঞ্জন থাকলে একটি লোপ পায়।
যেমনঃ বড় দাদা> বড়দা,
বউ দিদি> বউদি

Collected

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]