Get on Google Play

বাংলা ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1714
যৌগিক শব্দ

মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনি, দৌহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালী, পাগলামী।

মনে রাখার সহজ টেকনিক

মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে
রাঁধুনি দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখল পিতৃহীন
চালক, পাঠক মিতালীর সঙ্গে পাগলামি করছে।

রুঢ় বা রুঢ়ি শব্দ

তৈল, ভাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবী, হস্তী, দারুণ, বাঁশি, হরিণ, মন্ডপ।

মনে রাখার সহজ টেকনিক

তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের
প্রবীন শ্বশুর আজ পাঞ্জাবী পরে হস্তীর পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মন্ডপ ছেড়ে পালাতে লাগল।

যোগরুঢ় শব্দ

রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা।

মনে রাখার সহজ টেকনিক

রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে
জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল।

নোটঃ ==>>ফরিদ/নজরুল
MSS in Political Science

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]