- Sat Sep 14, 2019 1:57 am#1696
অধিকরণ কারক মনে রাখার কৌশল
** ** (+) যোগ হলে অধিকরণ কারক হবে।আমরা জানি (+)যোগ মানে বৃদ্ধি পাওয়া। কোনো কিছু বৃদ্ধি পাওয়া বুজালে অধিকরণ কারক হবে
*****
০১.পুকুরে মাছ আছে।
এখানে পুকুরে মাছ থাকার জন্য পুকুরটি মাছে পূর্ন মানে বৃদ্ধি (+).
২. ছাদে বৃষ্টি পরে।
এখানে ছাদে বৃষ্টি পরে পানি জমা আছে তার মানে পনি
৩.নদীতে পানি আছে।
০৪.ট্রেন আসল।
এখানে ট্রেনটি এসে স্হান পূরন করল অথাৎ (+)হলো তার মানে বৃদ্ধি পেল।
অপাদান কারক মনে রাখার কৌশল
** ** (---)বিয়োগ হলে অপাদান কারক হবে।আমরা জানি বিয়োগ মানে কমে যায়
***** হইতে থেকে থাকলেও অপাদান কারক হবে
অপাদান কারক এর কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলোঃ
০১. গাছ থেকে পাতা পরে
এখানে গাছ থেকে পাতা পরে গেছে। তার মানে গাছে পাতা ছিল তা বিয়োগ হয়ে গেছে। তাই অপাদান কারক
২. মাঠ থেকে ফসল পাই।
এখানে মাঠের ফসল মাঠ থেকে বিয়োগ হয়েছে।
৩.সুক্তি থেকে মুক্ত মেলে
এখানে সুক্তি থেকে বিয়োগ
৪ ছাদ থেকে বৃষ্টি পরে।
এখানে ছাদ থেকে বৃষ্টি নিচে পরে বিয়োগ হয়েছে।
০৫ট্রেন ছেরে গেলো।
এখানে যখন ট্রেনটি ছেরে গেলো তখন (-) হলো।
Collected
** ** (+) যোগ হলে অধিকরণ কারক হবে।আমরা জানি (+)যোগ মানে বৃদ্ধি পাওয়া। কোনো কিছু বৃদ্ধি পাওয়া বুজালে অধিকরণ কারক হবে
*****
০১.পুকুরে মাছ আছে।
এখানে পুকুরে মাছ থাকার জন্য পুকুরটি মাছে পূর্ন মানে বৃদ্ধি (+).
২. ছাদে বৃষ্টি পরে।
এখানে ছাদে বৃষ্টি পরে পানি জমা আছে তার মানে পনি
৩.নদীতে পানি আছে।
০৪.ট্রেন আসল।
এখানে ট্রেনটি এসে স্হান পূরন করল অথাৎ (+)হলো তার মানে বৃদ্ধি পেল।
অপাদান কারক মনে রাখার কৌশল
** ** (---)বিয়োগ হলে অপাদান কারক হবে।আমরা জানি বিয়োগ মানে কমে যায়
***** হইতে থেকে থাকলেও অপাদান কারক হবে
অপাদান কারক এর কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলোঃ
০১. গাছ থেকে পাতা পরে
এখানে গাছ থেকে পাতা পরে গেছে। তার মানে গাছে পাতা ছিল তা বিয়োগ হয়ে গেছে। তাই অপাদান কারক
২. মাঠ থেকে ফসল পাই।
এখানে মাঠের ফসল মাঠ থেকে বিয়োগ হয়েছে।
৩.সুক্তি থেকে মুক্ত মেলে
এখানে সুক্তি থেকে বিয়োগ
৪ ছাদ থেকে বৃষ্টি পরে।
এখানে ছাদ থেকে বৃষ্টি নিচে পরে বিয়োগ হয়েছে।
০৫ট্রেন ছেরে গেলো।
এখানে যখন ট্রেনটি ছেরে গেলো তখন (-) হলো।
Collected