- Wed Aug 28, 2019 12:47 am#1621
.শব্দ দূষনের ভয়াবহতা, কঠোর আইনের বাস্তবায়ন প্রয়োজন।
***************************
Noise pollution has become a health hazard for Dhaka dwellers. শব্দদূষন ঢাকাবাসীর স্বাস্থ্য ঝুঁকিতে পরিনত হয়েছে।According to studies, the sound level around Shahbag, a busy locale of Dhaka accommodating two big hospitals, is between 80 and 150 decibels (dB); the acceptable sound level for silent zones (areas that include hospitals and schools), according to Noise Pollution (Control) Rules-2006, is 50 dB for daytime and 40 dB for night.তথ্যমতে,দুটিবড় হাসপাতাল সহ ঢাকার অন্যতম ব্যস্ত স্থান শাহবাগ যেখানে শব্দের মাত্রা ৮০ থেকে ১৫০ ডেসিবেল,অথচ ২০০৬ সালের শব্দ দূষন নিয়ন্ত্রন আইন অনুসারে নীরব জায়গায় (স্কুল ও হাসপাতালের আশেপাশে) দিনের বেলায় ৫০ আর রাতের বেলায় ৪০ ডেসিবেল হওয়ার কথা বলা হয়েছে।
As per World Health Organization (WHO), exposure to sound above 60 dB can cause temporary deafness and prolonged exposure to sound above 100 dB can lead to hearing impairment.বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৬০ ডেসিবেলের অধিক শব্দ সাময়িক বধিরতা এবং দীর্ঘায়িত ১০০ ডেসিবেলর অধিক শব্দ শ্রুতি বিকলতার কারন হতে পারে। The most affected by the increasing noise pollution are children, the elderly and expecting mothers. উচ্চ শব্দ দূষনে মারাত্বক ভাবে আক্রান্ত হচ্ছে শিশু,বৃদ্ধ আর গর্ভবতী মায়েরা। According to an otologist, exposure to noise can affect the condition of a foetus and even lead to premature delivery. কর্নবিজ্ঞানীর মতে শব্দ দূষন ভ্রুন অবস্থাতে প্রভাব ফেলতে পারে এবং এটা অকালপক্বতার কারন হতে পারে।
Although rules have been formulated to reduce sound pollution, their lax enforcement has led to the deterioration of the situation.যদিও শব্দ দূষনের মাত্রা কমানোর জন্য বিভিন্ন আইন প্রনীত হয়েছে,আইন প্রনয়নকারীদের শিথিলতা অবস্থাকে আর অবনতির দিকে নিয়ে যাচ্ছে। Often these rules are violated with impunity under the very noses of law enforcement authorities.প্রায় সময় আইন ভঙ্গকারীরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে পার পেয়ে যায়। The Department of Environment (DoE) points to the lack of manpower for their inability to conduct regular drives against noise pollution. পরিবেশ বিভাগ পর্যাপ্ত জনশক্তির অভাবে এইসব শব্দ দূষনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারার বর্থ্যতা প্রকাশ করেছে।And while the DoE claims to have “trained 19,000 people including officials of police, BRTA, DoE, as well as drivers” to combat noise pollution, little progress has been made over the years to contain this growing problem. যেখানে পরিবেশ বিভাগ পুলিশ কর্মকর্তা,BRTA,DOE এবং গাড়িচালক সহ ১৯০০ জন লোককে শব্দ দূষন মোকাবেলায় প্রশিক্ষন দেওয়ার কথা বললেও বিগত বছরগুলোতে শব্দ দূষন দমনে তেমন কোন উন্নতি দেখা যায়নি।A DoE official said that the department has plans to run a pilot project to contain noise pollution with the help of the locals.পরিবেশ বিভাগের এক কর্মকর্তা বলেন,তারা স্থানীয় জনগনের সাহায্যে শব্দ দূষন দমনে একটি প্রাথমিক জরিপ করবে।
It is high time the concerned authorities took noise pollution seriously and took measures to strictly enforce related laws to address it. We hope the DoE will make good on its word and, with the help of locals, soon initiate effective programmes to contain this menace before it spirals out of control.
সংগৃহিতঃ-
***************************
Noise pollution has become a health hazard for Dhaka dwellers. শব্দদূষন ঢাকাবাসীর স্বাস্থ্য ঝুঁকিতে পরিনত হয়েছে।According to studies, the sound level around Shahbag, a busy locale of Dhaka accommodating two big hospitals, is between 80 and 150 decibels (dB); the acceptable sound level for silent zones (areas that include hospitals and schools), according to Noise Pollution (Control) Rules-2006, is 50 dB for daytime and 40 dB for night.তথ্যমতে,দুটিবড় হাসপাতাল সহ ঢাকার অন্যতম ব্যস্ত স্থান শাহবাগ যেখানে শব্দের মাত্রা ৮০ থেকে ১৫০ ডেসিবেল,অথচ ২০০৬ সালের শব্দ দূষন নিয়ন্ত্রন আইন অনুসারে নীরব জায়গায় (স্কুল ও হাসপাতালের আশেপাশে) দিনের বেলায় ৫০ আর রাতের বেলায় ৪০ ডেসিবেল হওয়ার কথা বলা হয়েছে।
As per World Health Organization (WHO), exposure to sound above 60 dB can cause temporary deafness and prolonged exposure to sound above 100 dB can lead to hearing impairment.বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৬০ ডেসিবেলের অধিক শব্দ সাময়িক বধিরতা এবং দীর্ঘায়িত ১০০ ডেসিবেলর অধিক শব্দ শ্রুতি বিকলতার কারন হতে পারে। The most affected by the increasing noise pollution are children, the elderly and expecting mothers. উচ্চ শব্দ দূষনে মারাত্বক ভাবে আক্রান্ত হচ্ছে শিশু,বৃদ্ধ আর গর্ভবতী মায়েরা। According to an otologist, exposure to noise can affect the condition of a foetus and even lead to premature delivery. কর্নবিজ্ঞানীর মতে শব্দ দূষন ভ্রুন অবস্থাতে প্রভাব ফেলতে পারে এবং এটা অকালপক্বতার কারন হতে পারে।
Although rules have been formulated to reduce sound pollution, their lax enforcement has led to the deterioration of the situation.যদিও শব্দ দূষনের মাত্রা কমানোর জন্য বিভিন্ন আইন প্রনীত হয়েছে,আইন প্রনয়নকারীদের শিথিলতা অবস্থাকে আর অবনতির দিকে নিয়ে যাচ্ছে। Often these rules are violated with impunity under the very noses of law enforcement authorities.প্রায় সময় আইন ভঙ্গকারীরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে পার পেয়ে যায়। The Department of Environment (DoE) points to the lack of manpower for their inability to conduct regular drives against noise pollution. পরিবেশ বিভাগ পর্যাপ্ত জনশক্তির অভাবে এইসব শব্দ দূষনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারার বর্থ্যতা প্রকাশ করেছে।And while the DoE claims to have “trained 19,000 people including officials of police, BRTA, DoE, as well as drivers” to combat noise pollution, little progress has been made over the years to contain this growing problem. যেখানে পরিবেশ বিভাগ পুলিশ কর্মকর্তা,BRTA,DOE এবং গাড়িচালক সহ ১৯০০ জন লোককে শব্দ দূষন মোকাবেলায় প্রশিক্ষন দেওয়ার কথা বললেও বিগত বছরগুলোতে শব্দ দূষন দমনে তেমন কোন উন্নতি দেখা যায়নি।A DoE official said that the department has plans to run a pilot project to contain noise pollution with the help of the locals.পরিবেশ বিভাগের এক কর্মকর্তা বলেন,তারা স্থানীয় জনগনের সাহায্যে শব্দ দূষন দমনে একটি প্রাথমিক জরিপ করবে।
It is high time the concerned authorities took noise pollution seriously and took measures to strictly enforce related laws to address it. We hope the DoE will make good on its word and, with the help of locals, soon initiate effective programmes to contain this menace before it spirals out of control.
সংগৃহিতঃ-