Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#1317
৬১। BOL কি?- Bangladesh Online Limited.
৬২- অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মসিত্মস্কের বুদ্ধি
৬৩। Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে
৬৪। কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান ফাইল বন্ধ
হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে
৬৫। নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা
৬৬। উইন্ডোজ -৯৫ বাজারে এসেছিল- -১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর
৬৭। জন্ম তারিখ হলো একটি- ফিল্ড
৬৮। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়- -ফন্ট ডায়ালগ বক্সে
৬৯। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার- -প্রাণ
৭০। কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম
৭১। Binary disit থেকে উৎপত্তি হয়- -Bit
৭২। প্রোগ্রামের মূল লক্ষ্য কী?
-সমস্যার সমেত্মাষজনক সমাধান
৭৩। কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- -ড. স্টিবিজ
৭৪। বিভিন্ন অক্ষর টাইপ করতে কী-বোর্ডের কোথায় চাপ
দিতে হয়?-বোতামে
৭৫। লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম
৭৬। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?
-এন্টিভাইরাস
৭৭। মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে কি বলে? -লজিক বোর্ড
৭৮। দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে?-মডেম
৭৯। কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট
৮০। এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?- স্প্রেডশিট
৮১। কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? সফটওয়্যার
৮২। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? -ন্যানো সেকেন্ড
৮৩। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? -সফ্টওয়্যার
৮৪। কোন কাজ করার জন্য কম্পিউটারকে কি প্রদান করতে হয়? – তথ্য বা ডাটা
৮৫। কম্পিউটার কিভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? -নির্দেশ অনুযায়ী
৮৬। কম্পিউটার যন্ত্র কোন ভাষা বোঝে? -নিজস্ব ভাষা
৮৭। কম্পিউটারের আউটপুট যন্ত্র নয় কোনটি? -স্ক্যানার
৮৮। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো- -সুপার কম্পিউটার
৮৯। কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে? -মানুষের
৯০। শুরম্নতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হত? – গণনার
৯১। সফ্টওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ? – ভারত
৯২। ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে? – নেটিজেন
৯৩। ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে। – যুক্তরাষ্ট্রে
৯৪। বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি? -ইন্টারনেট
৯৫। Ok এবং Cancel অথবা Close বোতাম কোথায় থাকে? – ডায়ালগ বক্সে।
৯৬। কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- File
৯৭। File, Edit, Help, View ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে?- মেনু বারে
৯৮। ফাইল সেফ করার জন্য কোন মেুনর প্রয়োজন? -ফাইল মেনুর
৯৯। ইংরেজী বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন? -CapsLock
১০০। F1 থেকে F12 পর্যমত্ম কী-গুলোকে এক সাথে বলা হয় -ফাংশন কী?
১০১। কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয় না? -দশমিক
১০২। চন্দ্রাবতী হলো- -বাংলা ফন্টের নাম
১০৩। কোনটি চিত্রভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম?-এক্সেল
১০৪। ডাটাবেজ অর্থ হল–তথ্যবিন্যাস
১০৫। বিজয় কী বোর্ড ব্যবহার করার জন্য কী টাইপ করতে হয়? -Ctrl+Alt+B
১০৬। কম্পিউটার মাউস কে তৈরী করেন? -উইলিয়াম ইংলিস
১০৭। WWW এর জনক কে?- টিম বার্নস লি
১০৮। কম্পিউটারের ভাষা কি প্রকৃতির হয়? -ডিজিটাল
১০৯। কার্সর (Cursor) কি? -আলোক রেখা
১১০। উইন্ডোজ আসলে কিসের মতো?-খোলা জানালা
১১১। অক্ষর কাটা বা মোছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? – ডিলিট বা ব্যাকস্পেস
১১২। কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরণ করেন? – ফ্রেড কোহেন
১১৩। ডেটা ফাইলসমুহ আক্রমণ করে কোন ভাইরাস? -ম্যাক্রো ভাইরাস
১১৪। মাউসকে ঝুলিয়ে ধরনের কিসের মতো দেখায়? – ইদুরের মত
১১৫। ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োয়ন? -ফাইল মেনু
১১৬। কম্পিউটার ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে- -ডাটা ইনপুট করায় ভুল হয়েছে।
১১৭। ইনপুট ডিভাইস কোনটি? – কিবোর্ড
১১৮। আউটপুট ডিভাইস কোনটি? – মনিটর
১১৯। সিপিইউ এর অংশ নয় কোনটি? -মেমোরি
১২০। কম্পিউটারের স্মৃতি কত প্রকার। – ২

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]