Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
By shanta
#1277
কোন আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি=== বেগুনি
**** কোন আলোর প্রতিসরণ সবচেয়ে কম=== লাল

**** কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে বেশি=== লাল
**** কোন আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম=== বেগুনি
**** কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি === বেগুনি
**** কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম=== লাল

**** কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি === বেগুনি
**** কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম=== =লাল
সিদ্ধান্ত : যে আলোর তরঙ্গ দৈর্ঘ কম তার প্রতিসরণ ও বিক্ষেপণ এবং বিচ্যুতি বেশি

*** সর্ববৃহৎ তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি=== বেতার তরঙ্গ
*** সবচেয়ে হ্মুদ্র তরঙ্গ দৈর্ঘের বিকিরণ কোনটি=== গামা রশ্মি

*** লাল আলোতে নীল রংঙের ফুল কেমন দেখায়===== কালো
*** লাল আলোতে সবুজ রংঙের ফুল কেমন দেখায়===== কালো
*** লাল আলোতে লাল রংঙের ফুল কেমন দেখায়=====লাল
*** নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল কেমন দেখায়===নীল
*** নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল কেমন দেখায়===কালো
****কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা বেশি===কালো
****কোন রংঙের বস্তুর তাপ শোষন হ্মমতা কম==সাদা

কেন হয় ?
১।পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ,আলোর...?
=প্রতিসরণ
২। আকাশ নীল দেখার কারণ কী ?
= নীল আলোর বিক্ষেপণ বেশি বলে
৩। সমুদ্রকে নীল দেখার কারণ
= আপাতিত সূর্যরশ্মির বিক্ষেপণ
৪।সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভাসমান ধূলিকণা ও বাতাসের অন্যান্য উপাদান সূর্যরশ্মির নীল প্রান্তের কম তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বর্ণকে বেশি বিক্ষিপ্ত করে ও লাল প্রান্তের বেশি তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বর্ণকে কম বিক্ষিপ্ত করে। ফলে সূর্যকে লাল দেখায়।
৫। সড়কে বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় কেন ?
= লাল আলোর তরঙ্গ দৈর্ঘ বেশি বলে।
৬। প্রখর রোদে পিচ ঢালা রাস্তা পানি সিক্ত মনে হওয়ার কারণ
= আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
৭। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে ?
= আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

দর্পণের ব্যবহার
---------------
সমতল দর্পন
-----------
১। সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি ।
২। চোখের ডাক্তারগন রোগীর দৃষ্টি শক্তি পরীক্ষা করার জন্য বর্ণমালা পাঠের সুবিধার্থে দর্পন ব্যবহার করে থাকেন ।
৩। সমতল দর্পণ ব্যবহার করে পেরিস্কোপ তৈরি করা যায় ।যার সাহায়ে ভীড়ের মধ্যে খেলা দেখা ,উঁচু দেয়ালের উপর দেখা, শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ ইত্যাদি কাজে পেরিস্কোপ ব্যবহার করা হয় ।
৪। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহার করা হয় ।
৫। বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি যেমন-টেলিস্কোপ, ওভারহেড প্রজেক্টর, লেজার তৈরি করতে ।
৬। নাটক, চলচ্চিত্র ইত্যাদির সুটিং এর সময় সমতল দর্পন দিয়ে আলো প্রতিফলিত করে কোন স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা হয় ।

অবতল দর্পন
-------------------
১। রুপচর্চা ও দাঁড়ি কাঁটতে ব্যবহার করা ।
২। দন্ত চিকিত্সকগণ ব্যবহার করেন
৩। টর্চলাইট, স্টিমার বা লঞ্চের সার্চলাইটে প্রতিফলক হিসেবে।
৪। আলোক ও তাপশক্তি ইত্যাতি কেন্দ্রীভূত করে কোন বস্তুকে উত্তপ্ত করতে , রাড়ার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয় । যেমন ডিশ এ্যান্টেনা , সৌরচুল্লি টেলিস্কোপ এবং বাড়ার সংগ্রাহক ইত্যাদিতে ।
৬। ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পরীক্ষা করার জন্য ।

উত্তল দর্পন
----------------------
১। পিছনের যানবহন বা পথচারী দেখার জন্য গাড়ীতে এবং বিয়ের সময় ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয় ।
২। বিস্তৃত এলাকা দেখা যায় বলে দোকান বা শপিংমলে নিরাপত্তার কাজে উত্তল দর্পন ব্যবহার করা হয় ।
৩।প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে এ দর্পন ব্যবহৃত হয় ।
৪। রাস্তার বাতিতে প্রতিফলক রুপে।

অবতল লেন্স
--------------
১। সিনেমাস্কোপ প্রজেক্টরে
২। চোখের হ্রস ত্রুটি দূর করতে ।
--------
উত্তল লেন্স:
----------
১ । চোখের দীর্ঘ ত্রুটি দূর করতে।
----------
টরিক লেন্স
------------
নকুলন্ধা দূর করতে।
-------------------
বাই ফোকাল লেন্স
----------------------
১। চালশে ত্রুটি করতে।
------------------------------------
মানুষের চোখের লেন্স >> দ্বি-উত্তল
--------------------------------------------------
লেন্সের ক্ষমতার একক >>> ডায়াপ্টার ।
------------------------------------------
মানুষের স্পষ্ট দর্শনের দূরত্ব >> প্রায় ২৫সেমি।
---------------------------
দর্শানুভুৃতির স্থায়িত্বকাল >>> ০.১ সেকেন্ড।
--------------------------------------------------------
রড় কোষ ও কোণ কোষ কোথায় অবস্থিত >> রেটিনায় ।
------------------------------------
কোথায় আলো পড়লে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় ফলে মস্তিকে দর্শনের অনুভুতি জাগে >> রেটিনায়।
---------------------
অ্যাকুয়াস হিউমার >>>> কর্ণিয়া ও চক্ষু লেন্সের মাঝে অবস্থিত।
ভিট্রিয়াস হিউমার >>>>> রেটিনা ও চক্ষু লেন্সের মাঝে অবস্থিত।
এগুলো থেকেই অশ্রু ঝরে।
------------------------------
মৌলিক বর্ণ কয়টি ?
-৩টি। ( নীল,সবুজ ,লাল, ,) মনে রাখার টেকনিক > আসল < আ> আসমানী(নীল), স> সবুজ,,,, ল>>লাল
এই বর্ণগুলোকে মৌলিক বর্ণ বলা হয় কারণ এগুলোর জন্য চোখের রেটিনার কোণ কোষে ৩টি আলাদা আলাদা সংবেদী কোণ কোষ আছে ।
---------------------
চোখের ত্রুটি প্রধানত দুই প্রকার । যথা
১.হ্রস দৃষ্টি ত্রুটি
২. দীর্ঘ দৃষ্টি ত্রুটি
-------------------------
আলোর প্রতিসরণের কিছু উল্লেখ কিছু ব্যবহার
-------------------------------------
১।দেখার কাজে (চোখের দর্শন ক্রিয়া)
২। ক্যামেরা দিয়ে ছবি তোলা
৩। মাইক্রোস্কোপ দিয়ে অতিক্ষুদ্র জিনিস বড় করে দেখা , টেলিস্কোপের সাহায্য দূরের জিনিস কাছে দেখা ।
৪। স্বাস্থ্যক্ষেত্রে ও টেলিকমিউনিকেশনে যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা সেটাও প্রতিসরণের কারণে ।
৫। েএ্যাকুরিয়ামে মাছ দেখায়
৭। চোখের দৃষ্টি ত্রুটি করতে।
৮। গোধুলির কারণ
৯। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা
১০। চাঁদ দিগন্ত রেখার কাছে অনেক বড় দেখা

পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের কিছু ঘটনা
---------------------------------------
১। মরীচিকা
২। অপটিক্যাল ফাইবারে আলোক সংকেত
৩। হীরক উজ্জল দেখা
-------------------
বিক্ষেপণ কিছু ঘটনা
--------------
১। আকাশ নীল দেখা
২। সমুদ্র নীল দেখা
---------------------------------------
দর্পন প্রধানত দুই প্রকার । যথা
১. সমতল দর্পন
২।গোলীয় দর্পন আবার গোলীয় দর্পন দুই প্রকার
১. অবতল
২. উত্তল দর্পন
------------------
দুটি গোলীয় পৃষ্ট দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
লেন্স দুই প্রকার । যথা
১. উত্তল লেন্স বা অভিসারী লেন্স
২. অবতল লেন্স বা অপসারী লেন্স।
---------------------------------------
প্রতিবিম্ব দুই প্রকার । যথা
১. বাস্তব প্রতিবিম্ব
২. অবাস্তব প্রতিবিম্ব।
-----------------------------------
নীল আলোর বিক্ষেপন বেশি ।
বেগুনি আলোর প্রতিসরণ বেশি
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম।
-------------------
রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো >>> প্রিজমের মতো কাজ করে।
ছয়টি পৃষ্ট দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যকে >> প্রিজম বলে
রংধনু সৃষ্টির কারণ >>> বৃষ্টির কণা
-----------------------------------------------------------------------
দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কারণ
--- পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে।
একটি লাল ফুলকে সবুজ আলোতে রাখলে কেমন দেখাবে ?
- কালো
সবুজ আলোতে একটি হলুদ ফুলকে কেমন দেখাবে ?
- কালো ।
শহরের রাস্তাায় ট্রাফিক লাইটে যে ক্রম অনুসারে আলো জ্বলে
-- লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
-------------------------------
ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ আছে?
- সিলভার ব্রোমাইড বা সিলভার আয়োডাইড ।
আয়নার পেছনে কিসের প্রলেপ দেয়া হয়
- সিলভার
------------------
বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
-- আয়ানোষ্ফিয়ার।
====================
। কোন তিনটি বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ তৈরি হয় / মুখ্য বর্ণ কোনগুলো / মৌলিক বর্ণ কোনগুলো ?
= লাল , নীল , সবুজ
। পশ্চিমাকাশে রংধনু দেখা যায় কোন সময়?
উঃ সকালে
। যে মসৃন তলে আলোর নিয়মিতপ্রতিফলন ঘটে তাকে কি বলে?
উঃ দর্পন
পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ বসানো হয়?
=৪৫ ডিগ্রি
হীরকের সংকট কোণ কত ?
=২৪ ডিগ্রি
সাদা আলো যে ৭টি বর্ণের আলোর সমষ্টি / আলোর বর্ণালি কে আবিষ্কার করেন ?
= নিউটন

সংগৃহিতঃ- Raisul Islam Hridoy
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]