- Sun May 11, 2025 8:40 am#8586
চালের দানার চেয়েও ছোট পেসমেকার তৈরি করেন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী । ৩.৫ মিলিমিটার দৈর্ঘ্যের পেসমেকারটি প্রস্থে প্রায় ১.৮ মিলিমিটার এবং পুরুত্ব প্রায় ১ মিলিমিটার । এটি বিশ্বের ক্ষুদ্রতম পেসমেকার । শিশুদের পেডিয়াট্রিক হার্ট সার্জারির সময় অস্থায়ী পেসমেকার প্রয়োজন হয় । এক্ষেত্রে ছোট পেসমেকারটি সহজেই ব্যবহার করা যাবে । আকারে ছোট পেসমেকারটি প্রয়োজন শেষে শরীরের মধ্যে নিজ থেকেই দ্রবীভূত হয়ে যাবে।এ ক্ষুদ্র পেসমেকারটি অপসারণের জন্য আর অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।