Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8481
১. স্ক্রু-গজের স্ক্রুয়ের সরণকে বলে- পিচ
২. অ্যালুমিনিয়ামের আকরিক-বক্সাইট
৩. বিস্ফোরক পদার্থ- টিএনটি
৪. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ- উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
৫. পর্যায় সারণির মূল ভিত্তি-ইলেক্ট্রন বিন্যাস
৬. মানুষের দাঁতের কঠিন অংশের নাম – এনামেল
৭.জিনের রাসায়নিক গঠন-DNA
৮.হৃৎপিণ্ডের আবৃতকারী পদার্থের নাম –পেরিকার্ডিয়াম
৯.নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি-হাইড্রোজেন
১০. কচুশাকে যে ধাতু থাকে- লৌহ
১১.খাবার লবণের রাসায়নিক নাম- সোডিয়াম ক্লোরাইড
১২. শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার- ২০.৯৫%
১৩. তেঁতুলে যে এসিড থাকে- টারটারিক এসিড
১৪.যদি স্পর্শ কোণ ৯০^০এর চেয়ে কম হয় তবে তরঙ্গের পৃষ্ঠ যেমন হবে- অবতল
১৫.পতঙ্গপরাগী ফুল-জবা
১৬. জবা ফুলে যে ধরনের অমরাবিন্যাস পাওয়া যায়- অক্ষীয়
১৭. সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ-108^0
১৮. পরিকেন্দ্র সমকোণী ত্রিভুজের যেখানে অবস্থিতি – অতিভুজের ওপর
১৯. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষকোণদ্বয়ের পার্থক্য 6^0হলে ,ক্ষুদ্রতম কোণের মান -42^0
২০. একটি সংখ্যার 1/3 অংশ থেকে ¼ অংশ বিয়োগ করলে বিয়োগফল 20 হয় । সংখ্যাটি -240
২১. মানবদেহের হৃদযন্ত্রের যেটিকে Pacemaker বলে –Sino-Artial Node
২২. বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিস্টেম লস কমানোর প্রযুক্তি –উচ্চ বিভব।
২৩. একক বন্ধনযুক্ত কার্যকরি মূলকে যে ধরনের বিক্রিয়া ঘটে- প্রতিস্থাপন।
২৪.মানব দেহের যেখানে কাপফার কোষ থাকে-যকৃত ।
২৫. ঘাসফড়িং –এর রক্তের নাম –হিমোলিম্ফ ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12106 Views
    by shanta
    0 Replies 
    11954 Views
    by shanta
    0 Replies 
    102174 Views
    by shanta
    0 Replies 
    21024 Views
    by rekha
    0 Replies 
    18895 Views
    by raihan