- Wed Apr 09, 2025 10:13 pm#8465
বিশ্বজুড়ে মাতৃভাষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০২১ সাল থেকে প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দিয়ে থাকে। আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক এ দুটি শ্রেণিতে এ পদক প্রদান করা হয়। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক , সম্মানপত্র এবং চার লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেওয়া হয় । ২০২৫ সালে জাতীয় পদকের জন্য মনোনীত হন ইংল্যান্ডের জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।