- Mon Apr 07, 2025 9:09 pm#8451
কবিতায় অবদানের জন্য ২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন কবি হাসান হাফিজ। ১৪ ই ফেব্রুয়ারি ২০২৫ তাকে এ পদক প্রদান করা হয়। প্রখ্যাত সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর নামে নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৬ সাল থেকে প্রতিবছর পহেলা এই পদক প্রদান করা হয়।