Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8444
১৫ ফেব্রুয়ারি ২০২৫ দুই বছরের চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ২০২৩ সালে এই পুরস্কার লাভ করেন কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী , গবেষণায় হাসান আলী , সংগীতে শহীদুল্লাহ ফরায়জী ও চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন। আর ২০২৪ সালে এ পুরস্কার লাভ করেন কবিতায় হোসেন দেলওয়ার , সংগীতে মিল্টন খন্দকার , শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা এবং বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখন । উল্লেখ্য , ২০১৯ সালে প্রথম চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় ।