- Wed Mar 12, 2025 9:50 am#8422
৭ জানুয়ারি ২০২৫ কেন্দ্রীয় ব্যাংক এবং মনিটারি ও সুপারভাইজারি অথরিটি-এর পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক বৈশ্বিক প্লাটফর্ম ইন্টারন্যাশনাল অপারেশন রিস্ক ওয়ার্কিং গ্রুপের (IOWG) সদস্যপদ অর্জন করে বাংলাদেশ ব্যাংক। পরিচালনাগত ঝুঁকি ব্যবস্থাপনার উৎকর্ষ সাধন এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে ২০০৬ সালে IOWG গঠিত হয়। গ্রুপটির সচিবালয় স্পেনের মাদ্রিদে অবস্থিত। IOW ‘র ১২৭তম সদস্য বাংলাদেশ ব্যাংক।