- Tue Mar 11, 2025 6:49 pm#8414
৭৬.যে দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়- আলজেরিয়া।
৭৭. ইউরোপের ককপিট বলা হয়- বেলজিয়ামকে ।
৭৮. নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত – নরওয়ে।
৭৯. যে দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে- মিয়ানমার ও ভারত।
৮০.লাইন অব কন্ট্রোল যে দুইটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে- ভারত ও পাকিস্তান ।
৮১. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে- ৩টি জেলার।
৮২. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে যে নামে অভিহিত করা হয়- সাহেল।
৮৩. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি- পুণ্ড্রবর্ধন।
৮৪.গ্রেট হল অবস্থিত-চীনে।
৮৫. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থিত- বঙ্গোপসাগরে।
৮৬. গ্রিনল্যান্ডের মালিকানায় রয়েছে- ডেনমার্কের।
৮৭. তিব্বত একটি- উপত্যকা।
৮৮. পৃথিবীর গভীরতম স্থান যে মহাসাগরে অবস্থিত- প্রশান্ত মহাসাগরে।
৮৯. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল- কুনলুন পর্বত।
৯০. বাংলাদেশের যেখানে প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়- কুমিল্লায়।
৯১. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়- টারশিয়ারি যুগে।
৯২. বাংলাদেশের যে অঞ্চল বেশি নদীভাঙ্গন প্রবণ- নড়িয়া।
৯৩. প্রান্তিবহ্রদ যে জেলায় অবস্থিত- বান্দরবন জেলায়।
৯৪.বাংলাদেশের যে বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত- ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
৯৫. জলজ উদ্ভিদ নয় –গজারি।
৯৬. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান যে ধরনের- ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়।
৯৭. বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র-তিতাস।
৯৮. বিশ্বব্যাপী যে অর্থনৈতিক খ্যাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়- বিদ্যুৎও তাপ উৎপাদন।
৯৯. নবায়নযোগ্য সম্পদ- বায়ু।
১০০. Lunar eclipse cccurs on-A full moon day.
৭৭. ইউরোপের ককপিট বলা হয়- বেলজিয়ামকে ।
৭৮. নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত – নরওয়ে।
৭৯. যে দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে- মিয়ানমার ও ভারত।
৮০.লাইন অব কন্ট্রোল যে দুইটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে- ভারত ও পাকিস্তান ।
৮১. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে- ৩টি জেলার।
৮২. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে যে নামে অভিহিত করা হয়- সাহেল।
৮৩. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি- পুণ্ড্রবর্ধন।
৮৪.গ্রেট হল অবস্থিত-চীনে।
৮৫. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি অবস্থিত- বঙ্গোপসাগরে।
৮৬. গ্রিনল্যান্ডের মালিকানায় রয়েছে- ডেনমার্কের।
৮৭. তিব্বত একটি- উপত্যকা।
৮৮. পৃথিবীর গভীরতম স্থান যে মহাসাগরে অবস্থিত- প্রশান্ত মহাসাগরে।
৮৯. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল- কুনলুন পর্বত।
৯০. বাংলাদেশের যেখানে প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়- কুমিল্লায়।
৯১. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়- টারশিয়ারি যুগে।
৯২. বাংলাদেশের যে অঞ্চল বেশি নদীভাঙ্গন প্রবণ- নড়িয়া।
৯৩. প্রান্তিবহ্রদ যে জেলায় অবস্থিত- বান্দরবন জেলায়।
৯৪.বাংলাদেশের যে বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত- ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
৯৫. জলজ উদ্ভিদ নয় –গজারি।
৯৬. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান যে ধরনের- ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়।
৯৭. বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র-তিতাস।
৯৮. বিশ্বব্যাপী যে অর্থনৈতিক খ্যাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়- বিদ্যুৎও তাপ উৎপাদন।
৯৯. নবায়নযোগ্য সম্পদ- বায়ু।
১০০. Lunar eclipse cccurs on-A full moon day.