Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8412
১. কোন বিষয়টি সমাজবিজ্ঞানের উদ্ভবের সাথে জড়িত নয়?- উঃ ফরাসি বিপ্লব।
২.কোনটি আদিম অর্থনীতির বৈশিষ্ট্য নয়?-উঃ কৃষি উৎপাদন।
৩. আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয় কোনটি?-উঃ সামাজিক নিয়ন্ত্রণ।
৪. এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত দলই হচ্ছে- উঃ সংঘ।
৫. কোনটি সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক মাধ্যম ?-উঃ আইন।
৬. আমলাতন্ত্রের আদর্শ-রূপের প্রবক্তা – উঃ ম্যাক্স ওয়েবার।
৭. নৃ-গোষ্ঠী মণিপুরী সম্প্রদায় সর্বাধিক বসবাস করে কোন জেলায়?-উঃ মৌলভীবাজার।
৮. শ্রেণি বৈষম্যের উদ্ভব হয়- উঃ উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণের সাপেক্ষে।
৯. সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি?- উঃ জনসংখ্যা বৃদ্ধি।
১০. খাদ্য উৎপাদন বৃ্দ্ধি পায় গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে-তত্ত্বটি কোন জন বিজ্ঞানীর ?-উঃ ম্যালথাস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    467 Views
    by rafique
    0 Replies 
    230 Views
    by apple
    0 Replies 
    1111 Views
    by tasnima
    0 Replies 
    1187 Views
    by tasnima
    0 Replies 
    5219 Views
    by tasnima