- Sun Mar 09, 2025 6:07 pm#8400
৫১. বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল স্বাক্ষর করে- ২ আগস্ট ১৯৯০।
৫২. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম – রেইনগেজ।
৫৩.বাংলাদেশে সকল ধরনের পলিথিন ব্যাগের উৎপাদন ব্যবহার ও বাজারজাতকরণ প্রথম নিষিদ্ধ করে- ১ মার্চ ২০০২ ।
৫৪. বাংলাদেশে আবহাওয়া পর্যবেক্ষণাগার -৬১টি।
৫৫. ঘন গভীর বনের মাটি সব সময় –আর্দ্র থাকে।
৫৬.আখ চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয়- ১৫০ সেন্টিমিটার ।
৫৭. পরিবেশবান্ধব পাটের তৈরি পলিথিন (সোনালি ব্যাগ) উদ্ভাবন করেন- ড. মুবারক আহমদ খান।
৫৮.সবার জন্য টেকসই জ্বালানি দশক – ২০১৪-২৪।
৫৯. WMO-এর পূর্ণরূপ –World Meteorological Organization
৬০. WWF প্রতিষ্ঠিত হয় – ২৯ এপ্রিল ১৯৬১।
৬১. COP29 সম্মেলনে সময়কাল -১১-২২ নভেম্বর ২০২৪।
৬২. বাংলাদেশ ভিয়েনা কনভেশন অনুমোদন করে-২ আগস্ট ১৯৯০।
৬৩. মন্ট্রিল প্রটোকল কার্যকর হয় – ১ জানুয়ারি ১৯৮৯।
৬৪. কিয়োটা প্রটোকল বাস্তবায়নের জন্য অনুমোদন প্রয়োজন ছিল- ১৪৪টি দেশের।
৬৫.নদীবন্দরের জন্য সতর্ক সংকেত- ৪টি।
৬৬. ভূমিকম্পের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল –দক্ষিণ – পশ্চিম অঞ্চল ।
৬৭.টর্নেডো শব্দটি –স্প্যানিশ ।
৬৮. বন্যা প্রতিরোধে শহরে নির্মিত বাঁধকে বলা হয়- বেস্টনীমূলক বাঁধ।
৬৯. দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রথম পর্বের কাজ শেষ হয়- ২০০৯ সালে।
৭০. স্পারসো যে মন্ত্রণালয়ের অধীন- প্রতিরক্ষা।
৭১. দুর্যোগের বার্তা প্রেরণ করা হয়- তিনটি পদ্ধতিতে ।
৭২. বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র –তিতাস ।
৭৩. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- বড়পুকুরিয়া. দিনাজপুর ।
৭৪. ডাউকি ফল্ট বরাবর প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয়- ব্রহ্মপুত্র নদী।
৭৫. ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়- আলজেরিয়া ।
৫২. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম – রেইনগেজ।
৫৩.বাংলাদেশে সকল ধরনের পলিথিন ব্যাগের উৎপাদন ব্যবহার ও বাজারজাতকরণ প্রথম নিষিদ্ধ করে- ১ মার্চ ২০০২ ।
৫৪. বাংলাদেশে আবহাওয়া পর্যবেক্ষণাগার -৬১টি।
৫৫. ঘন গভীর বনের মাটি সব সময় –আর্দ্র থাকে।
৫৬.আখ চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয়- ১৫০ সেন্টিমিটার ।
৫৭. পরিবেশবান্ধব পাটের তৈরি পলিথিন (সোনালি ব্যাগ) উদ্ভাবন করেন- ড. মুবারক আহমদ খান।
৫৮.সবার জন্য টেকসই জ্বালানি দশক – ২০১৪-২৪।
৫৯. WMO-এর পূর্ণরূপ –World Meteorological Organization
৬০. WWF প্রতিষ্ঠিত হয় – ২৯ এপ্রিল ১৯৬১।
৬১. COP29 সম্মেলনে সময়কাল -১১-২২ নভেম্বর ২০২৪।
৬২. বাংলাদেশ ভিয়েনা কনভেশন অনুমোদন করে-২ আগস্ট ১৯৯০।
৬৩. মন্ট্রিল প্রটোকল কার্যকর হয় – ১ জানুয়ারি ১৯৮৯।
৬৪. কিয়োটা প্রটোকল বাস্তবায়নের জন্য অনুমোদন প্রয়োজন ছিল- ১৪৪টি দেশের।
৬৫.নদীবন্দরের জন্য সতর্ক সংকেত- ৪টি।
৬৬. ভূমিকম্পের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ অঞ্চল –দক্ষিণ – পশ্চিম অঞ্চল ।
৬৭.টর্নেডো শব্দটি –স্প্যানিশ ।
৬৮. বন্যা প্রতিরোধে শহরে নির্মিত বাঁধকে বলা হয়- বেস্টনীমূলক বাঁধ।
৬৯. দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির প্রথম পর্বের কাজ শেষ হয়- ২০০৯ সালে।
৭০. স্পারসো যে মন্ত্রণালয়ের অধীন- প্রতিরক্ষা।
৭১. দুর্যোগের বার্তা প্রেরণ করা হয়- তিনটি পদ্ধতিতে ।
৭২. বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র –তিতাস ।
৭৩. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- বড়পুকুরিয়া. দিনাজপুর ।
৭৪. ডাউকি ফল্ট বরাবর প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের যে নদীর গতিপথ পরিবর্তন হয়- ব্রহ্মপুত্র নদী।
৭৫. ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়- আলজেরিয়া ।