Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8393
মূল্যবোধ
১. মূল্যবোধ বিষয়টি নির্ভরশীল- নৈতিকতার ওপর
২. মূল্যবোধের অপরিহার্য উপাদান- শৃঙ্খলা
৩. মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে- আচার – আচরণের মধ্য দিয়ে
৪. মূল্যবোধ গড়ে ওঠার পেছনে সহায়ক হিসেবে কাজ করে- পরিবার , ধর্ম , শিক্ষা প্রতিষ্ঠান , আইন-কানুন , সংবিধান ইত্যাদি
৫, সামাজিক মূল্যবোধ হলো- ন্যায়পরায়ণ ,সততা , শিষ্ঠাচার ,সহনশীলতা ইত্যাদি
৬. মূল্যবোধের চালিকা শক্তি –সংস্কৃতি
৭. মূল্যবোধের নির্ধারিত হয় – নৈতিকতার মাধ্যমে
৮. মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে –মূল্যবোধ
৯. জাতীয় জীবনের দর্পণস্বরূপ –মূল্যবোধ
১০. বয়স ও সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়- মূল্যবোধ
১১. মূল্যবোধ দৃঢ় হয়- শিক্ষার মাধ্যমে
নৈতিকতা
১. নৈতিকতা ইংরেজি প্রতিশব্দ- Morality
২. Morality –এর অর্থ –সঠিক আচরণ বা চরিত্র
৩. নৈতিকতা বাহ্যিক আচরণের পাশাপাশি নিয়ন্ত্রণ করে – মানুষের চিন্তাকেও
৪. নৈতিকতার উৎস- প্রথা, বিবেক ,জ্ঞান ও ধর্ম
৫. মূল্যবোধের অপরনাম- নৈতিকতা
৬.নৈতিকতার প্রতি প্রথম গুরুত্ব আরোপ করেন- সক্রেটিন
৭.নৈতিকতার লক্ষ্য – মানুষের কল্যাণ করা
উক্তি
মূল্যবোধ
১. ভালো –মন্দ , কাঙ্ক্ষিত-অনাকাঙিক্ষত এবং ঠিক-বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ-শেফার
২. মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ- ফ্রাঙ্কেল
৩.যেখানে আইন থাকে না , সেখানে স্বাধীনতা থাকতে পারে না- জন লক
৪. আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে সেটাই হলো সভ্যতা-ম্যাকাইভার
নৈতিকতা
১. ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ –এ তিনটি থেকে নৈতিকতার উদ্ভব –জোনাথন হাইট
২. শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা-ম্যূর
৩. Virtue is Knowledge-সক্রেটিস
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    19772 Views
    by apple
    0 Replies 
    838 Views
    by rekha
    0 Replies 
    3105 Views
    by tamim
    0 Replies 
    3451 Views
    by tamim
    0 Replies 
    1662 Views
    by tamim