Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8392
২৬. পৃথিবীর ছাদ বলা হয়- পামীর মালভূমিকে
২৭. দিয়াগো গার্সিয়া দ্বীপ অবস্থিত –ভারত মহাসাগরে
২৮. সেনকাকু দ্বীপ- পূর্ব চীন সাগরে অবস্থিত।
২৯. গ্রেট আমেরিকা হচ্ছে –একটি মরুভুমি
৩০. বিশে্বর বৃহত্তম উপসাগর –মেক্সিকো উপসাগর ও বঙ্গোপসাগর
৩১. উইল্যান্ড খাল অবস্থিত – কানাডা
৩২. পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়- প্রেইরি অঞ্চলকে
৩৩. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম –মহানন্দা
৩৪. শাহবাজপুর দ্বীপের বর্তমান নাম- ভোলা
৩৫. চর মাদ্রাজ অবস্থিত- চরফ্যাশন , ভোলা
৩৬. ঋজুক জলপ্রপাত অবস্থিত – বান্দরবানের রুমায়
৩৭. স্বর্ণা সার আবিষ্কার করেন- বাংলাদেশের বিজ্ঞানী ড. আব্দুল খালেক
৩৮. শস্য ভান্ডার হিসেবে পরিচিতি – বরিশাল জেলা
৩৯. খরিপ শস্য বলতে বোঝায় –গ্রীষ্মকালীন শস্যকে
৪০.সারিকা-১ হচ্ছে –উন্নত জাতের ধান
৪১. বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল –আলু
৪২. পীতরাজ হচ্ছে- দেশের অন্যতম তেলবীজ
৪৩. টিপাইমুখ বাধঁ অবস্থিত –ভারতের মণিপুর রাজ্যে
৪৪. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প –তিস্তা সেচ প্রকল্প
৪৫. বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয়- ১৯৯২ সালে
৪৬. সূর্যকন্যা বলা হয়- তুলা গাছকে
৪৭. দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত-টেকনাফ
৪৮. দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়- বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে
৪৯. দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত-খুরুশকুল, কক্সবাজার
৫০. পৃথিবীর মোট দরিদ্র জনসংখ্যার মধ্যে বাংলাদেশে রয়েছে- ৫%
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    933 Views
    by tamim
    0 Replies 
    1896 Views
    by tamim
    0 Replies 
    1231 Views
    by tamim
    0 Replies 
    2102 Views
    by tamim
    0 Replies 
    90 Views
    by rana