- Thu Feb 20, 2025 7:04 pm#8382
সুশাসনঃ
১.সুশাসনের ইংরেজি প্রতিশব্দ –Good Governance
২. সুশাসনের পূর্বশর্ত –মত প্রকাশের স্বাধীনতা , মানবাধিকার প্রতিষ্ঠা , ন্যায়বিচার প্রতিষ্ঠা , স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি ।
৩.বিশ্বব্যাংকের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য –টেকসই উন্নয়ন সাধন করা ।
৪. জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য – মৌলিক স্বাধীনতার উন্নয়ন ।
৫. UNDP –এর মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য –অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা
৬. সুশাসনের মূলভিত্তি-আইনের শাসন
৭. সুশাসনের চালিকাশক্তি-স্বচ্ছতা
৮. সুশাসনের মূল চাবিকাঠি-জবাবদিহিতা
৯. সুশাসনের অন্তরায়- দুর্নীতি ও স্বজনপ্রীতি
১০. সুশাসনের মানদণ্ড-জনগণের সন্তুষ্টি
১১.Fourth Estate বলা হয়- গণমাধ্যমকে
১২.Fifth Estate বলা হয়-সুশীল সমাজকে
উক্তিঃ
সুশাসন
১. রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক –মিশেল ক্যামডেমাস
২. শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক –প্লোটো
৩. আইনের চোখে সকলেই সমান – অধ্যাপক ডাইসি
৪.অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ-রিচার্ড ক্রসম্যান
১.সুশাসনের ইংরেজি প্রতিশব্দ –Good Governance
২. সুশাসনের পূর্বশর্ত –মত প্রকাশের স্বাধীনতা , মানবাধিকার প্রতিষ্ঠা , ন্যায়বিচার প্রতিষ্ঠা , স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি ।
৩.বিশ্বব্যাংকের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য –টেকসই উন্নয়ন সাধন করা ।
৪. জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য – মৌলিক স্বাধীনতার উন্নয়ন ।
৫. UNDP –এর মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য –অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা
৬. সুশাসনের মূলভিত্তি-আইনের শাসন
৭. সুশাসনের চালিকাশক্তি-স্বচ্ছতা
৮. সুশাসনের মূল চাবিকাঠি-জবাবদিহিতা
৯. সুশাসনের অন্তরায়- দুর্নীতি ও স্বজনপ্রীতি
১০. সুশাসনের মানদণ্ড-জনগণের সন্তুষ্টি
১১.Fourth Estate বলা হয়- গণমাধ্যমকে
১২.Fifth Estate বলা হয়-সুশীল সমাজকে
উক্তিঃ
সুশাসন
১. রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক –মিশেল ক্যামডেমাস
২. শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক –প্লোটো
৩. আইনের চোখে সকলেই সমান – অধ্যাপক ডাইসি
৪.অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ-রিচার্ড ক্রসম্যান