Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8377
১. বিশ্ব বিখ্যাত ফরচুন ম্যাগাজিন কাকে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করে?-উঃ ড. মুহাম্মদ ইউনূসকে
২. রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক সেন্টার (RISS)-এর প্রভাবশালী ৫০০ মুসলিম এর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস কততম?-উঃ ৫০ তম
৩. ড.মুহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন? –উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
৪. ড. মুহাম্মদ ইউনূস কোথা থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?-উঃ যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় ।
৫. ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে প্রথম কর্মজীবন শুরু করেন?-উঃ চট্টগ্রাম কলেজ (১৯৬১)
৬. ড. মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের সমর্থন আদায়ে কোন পত্রিকা প্রকাশ করতেন?-উঃ বাংলাদেশ নিউজ লেটার।
৭. ড.মুহাম্মদ ইউনূস ১৯৭২ সালে বাংলাদেশের কোন কমিশনে যোগ দেন?-উঃ পরিকল্পনা কমিশন
৮. ড.মুহাম্মদ ইউনূস ১৯৭২ সালে কার নেতৃত্বে পরিকল্পনা কমিশনে যোগ দেন?-উঃ নূরুল ইসলাম
৯. তিনি নবযুগ তেজগা খামার কবে সংগঠিত করেন?-উঃ১৯৭৩ সালে
১০.ড.মুহাম্মদ ইউনূসের নবযুগ তেভাগা খামার পরবর্তীতে সরকার কী হিসেবে গ্রহণ করেন?-উঃ প্যাকেজড ইনপট প্রোগ্রাম হিসেবে
১১. ড. মুহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে তত্ত্বধায়ক সরকারের কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন?-উঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় , বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় ।
১২. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা কে?-উঃ ড.মুহাম্মদ ইউনূস
১৩. গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু হয় কোন গ্রাম থেকে?-উঃ জোবরা গ্রাম
১৪. গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে কাজ শুরু করে কবে ?-উঃ ১৯৭৬ সালে
১৫. ১৯৭৬ সালে কার জমিনদারে প্রথম জোবরা গ্রামের গরিব মানুষদের ঋণ দেয় জনতা ব্যাংক?-উঃ ড.মুহাম্মদ ইউনূস
১৬. গ্রামীণ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হয় কবে?-উঃ২ অক্টোবর ১৯৮৩
১৭. নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের প্রথম ক্ষুদ্রঋণ গ্রহীতার নাম কী?-উঃ সুফিয়া কামাল
১৮. ২৮ জুন কার জন্মদিন উপলক্ষে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় ?- উঃ ড. মুহাম্মদ ইউনূস
১৯. সামাজিক ব্যবসার মূলনীতি কয়টি ?-উঃ ৭টি
২০. ক্ষুদ্রঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর কতটি প্রতিষ্ঠানে গ্রহীত হয়?-উঃ ১৩০টি
২১. বিশ্বের কতটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে?-উঃ ৮০- এর বেশি
২২. বিশ্বের কোন দেশের মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ড. মুহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়?-উঃ কানাডা ও জাপান
২৩. প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়া আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (AIU) চ্যান্সেলর নিযুক্ত হন কে?-উঃ ড.মুহাম্মদ িইউনূস
২৪. ড. মুহাম্মদ ইউনূস রাশিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান ?-উঃ ফিন্যান্সিয়াল ইউনিভার্সিটি
২৫. ড.মুহাম্মদ ইউনূস কত সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডেনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন?-উঃ ২০১২ সালে
২৬. ড. ইউনূস কতটি দেশের খ্যাতনাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন?-উঃ ২৪টি
২৭. ড. ইউনূস কতটি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে কতটি সম্মানসূচক ডিগ্রি লাভ করেন?-উঃ ৬০টি
২৮. ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ ইউনূসকে কোন সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন?-উঃ ডক্টর অব ল
২৯. ড. মুহাম্মদ ইউনূস অলিম্পিক লরেল পদক লাভ করেন কবে?-উঃ ২০২০ সালে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    41 Views
    by raihan
    0 Replies 
    84 Views
    by raihan
    0 Replies 
    3456 Views
    by bdchakriDesk
    0 Replies 
    943 Views
    by tasnima