- Fri Jan 17, 2025 10:30 pm#8319
প্রতিবছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করে দ্য ইকোনমিস্ট। সেই ফলাফল অনুযায়ী ,২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। ১৯ ডিসেম্বর ২০২৪ এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ । বাংলাদেশ ছাড়াও সিরিয়া ,আর্জেন্টিনা,দক্ষিণ আপ্রিকা ও পোলান্ড ছিল এই তালিকায় । যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার্সআপ হয় সিরিয়া।