- Thu Jan 16, 2025 9:57 pm#8304
ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে বৈশ্বিক জোট Global Alliance Against Hunger and Poverty গঠনের লক্ষ্যে একটি বহুপাক্ষিক চুক্তি যা ব্রাজিলের ফেডারেন্স সরকারকর্তৃক খসড়া তৈরি করা হয়। ২৪ জুলাই ২০২৪ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে একটি কূটনৈতিক সম্মেলনে G-20 দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা গৃহীত হয়। ১৮ নভেম্বর ২০২৪ G-20 নেতাদের শীর্ষ সম্মেলনের সময় ৮২টি দেশ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দ্বারা নথিটি অনুমোদন করা হয়। একই দিন উদ্বোধন সদস্য হিসেবে জোটটির মর্যাদাপূর্ণ বোর্ড অব চ্যামি্পয়ন্সের অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়।