Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8299
১.ডেটা স্থানান্তরের হারকে বলে- ব্যান্ডউইথ।
২. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়- ভয়েস ব্যান্ড।
৩. গ্রুপ SMS প্রদান হলো –মাল্টিকাস্ট ।
৪. টুইস্টেড পেয়ার ক্যাবলের সাধারণ রং হলো – সাদা
৫. ওয়ারলেস এক্সেস পয়েন্ট হলো- রাউটার
৬. টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়- Infrared
৭. মোবাইল ফোনের যে প্রজন্ম হতে SMS , ইন্টারনেট ব্যবহার শুরু হয়-দি্বতীয় ।
৮.গ্রীন ফোন বলা হয় যে প্রযুক্তির মোবাইল ফোনকে-CDMA।
৯, সেলুলার ফোনে যে টপোলজি ব্যবহৃত হয়-স্টার
১০.স্টার টপোলজিতে যে ডিভাইসটি ব্যবহৃত হয়-হাব
১১. যে ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়- মডেম ।
১২. ক্লাউড কম্পিউটিংয়ের সুফল –সাশ্রয়ী ও সহজলভ্য
১৩. ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ- ক. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। খ. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।
১৪. কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে- NIC
১৫.যে প্রতিষ্ঠান ব্লুটুথের উদ্ভাবক-এরিকসন।
১৬. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-ক.বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, খ,বিটের শুরু ও শেষ বুঝাতে পারা।
১৭. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-আইসোক্রোনাস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    227 Views
    by rana
    0 Replies 
    439 Views
    by rana
    0 Replies 
    679 Views
    by rana
    0 Replies 
    119 Views
    by rana
    0 Replies 
    297 Views
    by rana
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]