- Tue Jan 14, 2025 8:51 pm#8288
৯ ডিসেম্বর ২০২৪ প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী নেচারের ওয়েবসাইটে ২০২৪ সালের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় , বিজ্ঞান,প্রযুক্তি, প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কীভাবে গবেষকেরা আমাদের পৃথিবীকে গড়ছেন , তার স্বীকৃতি এই তালিকা। তালিকায় বাংলাদেশ থেকে স্থান পান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস । নেচার তাকে Nation Builder বা জাতির কারিগর আখ্যা দিয়ে তার সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। সাময়িকীটি তাদের প্রতিবেদনের শিরোনাম করে The revolutionary economist who became the unlikely leader of Bangladesh (বৈপ্লবিক অর্থনীতিবিদ থেকে বাংলাদেশের নেতা)।