- Tue Jan 14, 2025 6:55 pm#8284
১. প্রাপ্তি ও প্রদান এমন একটি হিসাব-যাতে প্রারম্ভিক ও সমাপনী নগদান জের দেখানো হয়।
২. ১৯৯২ সনে একটি ক্লাব চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়। বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ৬,০০০ টাকা গত বৎসরের ও ১০,০০০ টাকা ১৯৯৩ সনের।যখন টাকা পাওয়া যায় তখন সঠিক জাবেদা লিখন হবে- নগদান হিসাব ডেবিট ৭৬০০০ টাকা; প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৭৬০০০ টাকা।
৩. যেখানে অংশীদারদের মূলধন স্থায়ী থাকে, লাভ-ক্ষতির অংশ ,মূলধনের উপরে সুদ ও উত্তোলনের ওপর সুদ লিপিবদ্ধ করা হয়- চলতি হিসাবে।
৪. প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়- সরবরাহকারীকে নগদ প্রদান
৫.বাজেয়াপ্ত শেয়ার পুনঃক্রিয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা যে হিসাবে স্থানান্তর করতে হবে- মূলধন সঞ্চিত হিসাব।
২. ১৯৯২ সনে একটি ক্লাব চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায়। বৎসর শেষে জানা যায় যে, এর মধ্যে ৬,০০০ টাকা গত বৎসরের ও ১০,০০০ টাকা ১৯৯৩ সনের।যখন টাকা পাওয়া যায় তখন সঠিক জাবেদা লিখন হবে- নগদান হিসাব ডেবিট ৭৬০০০ টাকা; প্রাপ্ত চাঁদা হিসাব ক্রেডিট ৭৬০০০ টাকা।
৩. যেখানে অংশীদারদের মূলধন স্থায়ী থাকে, লাভ-ক্ষতির অংশ ,মূলধনের উপরে সুদ ও উত্তোলনের ওপর সুদ লিপিবদ্ধ করা হয়- চলতি হিসাবে।
৪. প্রত্যক্ষ পদ্ধতিতে তৈরিকৃত নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয়- সরবরাহকারীকে নগদ প্রদান
৫.বাজেয়াপ্ত শেয়ার পুনঃক্রিয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা যে হিসাবে স্থানান্তর করতে হবে- মূলধন সঞ্চিত হিসাব।