Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8270
যে ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না- Machine
উচ্চস্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করাকে বলে- অনুবাদ।
যান্ত্রিক ভাষাকে যে স্তরের ভাষা বলা হয়-নিম্নস্তর।
অ্যাসেম্বলি ভাষঅ অনুবাদ করে-অ্যাসেম্বলার।
মানুষের ভাষার সাথে মিল রয়েছে- উচ্চস্তরের ভাষার ।
যে ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে-মেশিন ভাষা।
উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে- কম্পাইলার।
সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা- অ্যাসেম্বলি ।
ইন্টারপ্রেটার প্রোগ্রামকে –এক লাইন এক লাইন করে অনুবাদ করে ।
4GL-বলতে বুঝায় –অতি উচ্চস্তরের ভাষা ।
চতুর্থ প্রজন্মের ভাষা –CSL
কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয়-PROLOG
প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলা হয় – Debugging
তৃতীয় প্রজন্মের ভাষা-C
প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা- FORTRAN
C++ যে প্রজন্মের ভাষা-তৃতীয়।
OPS5 যে প্রজন্মের ভাষা –পঞ্চম।
যে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা- দ্বিতীয়।
ফ্লোচার্ট যত প্রকার-২।
প্রতীকটি যে কাজে ব্যবহার হয়- সিদ্ধান্ত গ্রহণ ।
প্রোগ্রামে যে ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়- সিনটাক্স ভুল।
সমপ্রকৃতির ডেটার সমাবেশকে বলা হয়- সোর্স।
প্রোগ্রামের ভিত্তি হলো- কোডিং।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1874 Views
    by rana
    0 Replies 
    1489 Views
    by rana
    0 Replies 
    1207 Views
    by rana
    0 Replies 
    948 Views
    by rana
    0 Replies 
    1343 Views
    by rana

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]