- Sun Jan 12, 2025 1:01 pm#8251
আইরিস ও রেটিনা স্ক্যান বোয়োমেট্রিক্সের অসুবিধা
১.অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি।
২.প্রচুর মেমোরি প্রয়োজন হয়।
৩.অনধিকার প্রবেশমূলক প্রযুক্তি।
DNA ফিঙ্গারপ্রিন্টের সুবিধা
১.পদ্ধতিগত ত্রুটি না থাকলে শনাক্তকরণে সাফল্যের পরিমাণ শতভাগ।
২.মানবদেহের যে কোনো প্রত্যঙ্গ বা জৈবিক উপাদান যা কোষ ধারণ করে সেখান থেকেই ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব।
৩.প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করে।
DNA ফিঙ্গারপ্রিন্টের অসুবিধা
১.সহোদর যমজদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ এক হয়।
২.প্রোফাইলিং করার সময় সংকরায়ন ও প্রেবিং পদ্ধতির ত্রুটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ত্রুটির সম্ভাবনা বাড়িয়ে দেয়।
৩.পরীক্ষাগারের কর্মীদের কর্মদক্ষতা ও পারদর্শিতা এবং সতর্র্কতার অভাব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ফলের ওপর প্রভাব পড়ে।
আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১.ভয়েস রিবগনিশন সিস্টেম : প্রত্যেকের কন্ঠের ধ্বনির বৈশিষ্ট্য ,সুরের উচ্চতা , সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা।
২.সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম : হাতের দস্তখত বিশ্লেষণ করা।
১.অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি।
২.প্রচুর মেমোরি প্রয়োজন হয়।
৩.অনধিকার প্রবেশমূলক প্রযুক্তি।
DNA ফিঙ্গারপ্রিন্টের সুবিধা
১.পদ্ধতিগত ত্রুটি না থাকলে শনাক্তকরণে সাফল্যের পরিমাণ শতভাগ।
২.মানবদেহের যে কোনো প্রত্যঙ্গ বা জৈবিক উপাদান যা কোষ ধারণ করে সেখান থেকেই ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব।
৩.প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করে।
DNA ফিঙ্গারপ্রিন্টের অসুবিধা
১.সহোদর যমজদের ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ এক হয়।
২.প্রোফাইলিং করার সময় সংকরায়ন ও প্রেবিং পদ্ধতির ত্রুটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ত্রুটির সম্ভাবনা বাড়িয়ে দেয়।
৩.পরীক্ষাগারের কর্মীদের কর্মদক্ষতা ও পারদর্শিতা এবং সতর্র্কতার অভাব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ফলের ওপর প্রভাব পড়ে।
আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১.ভয়েস রিবগনিশন সিস্টেম : প্রত্যেকের কন্ঠের ধ্বনির বৈশিষ্ট্য ,সুরের উচ্চতা , সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা।
২.সিগনেচার ভেরিফিকেশন সিস্টেম : হাতের দস্তখত বিশ্লেষণ করা।