Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8249
১.ডেটাবেজ সার্ভারের ডেটার সংগঠনকে বলে- ডেটাবেজ মডেল।
২. একই শ্রেণিভুক্ত ডেটাকে মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজানো বলে-সর্টিং।
৩. যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে বলে-Back End
৪. ভগ্নাংশ সংখ্যার ডেটাকে বলে- Float । এটি মেমোরিতে জায়গা দখল করে-৩২ বিট।
৫. যে ডেটা সত্য-মিথ্যা প্রকাশ করে তাকে বলে- বুলিয়ান ডেটা।
৬.ডেটাবেপ এর প্রাণ হলো-টেবিল।
৭. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো যেমন হওয়া অত্যাবশ্যক –ইউনিক বা স্বতন্ত্র।
৮.Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন যে রূপ-- many to many।
৯. শ্রমিকের বেতনের ডেটা টাইপ-কারেন্সি।
১০.কুয়েরি বলতে বুঝায়-ডেটাবেজের চেবিলসমূহ সাজিয়ে রাখা।
১১. ডেটাবেজে Yes/No ডেটার সাইজ যত বাইট-১।
১২.যে ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে-মোবাইল।
১৩.ডেটা টেবিলে Numeric ফিল্ড যে ধরনের –সংখ্যা ।
১৪.ডেটাবেজ ভিত্তিত- ফিল্ড।
১৫. এক বা একাধিক রেকর্ড নিয়ে গঠিত হয়-টেবিল।
১৬. যে ধরনের ডেটাটাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজের লিংক করা যায়- Hiperlink
১৭. ৩য় টেবিল থাকে যে রিলেশনে –Many to Many
১৮. ডেটা এনক্রিপ্টশন নিয়ম- ক্রিপ্টোগ্রাফি।
১৯. যে ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে- Mobile No
২০. ডেটাবেজ থেকে কোনো তথ্য খোঁজার জন্য ব্যবহার করা হয়- SQL
২১.Name যে ধরনের ডেটা-Text
22.SQL এর পূর্ণরূপ -Structured Query Language
২৩.ডেটাবেজ মানে হলো –উপাত্ত ঘাঁটি
২৪. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক –E.F. Codd
২৫. পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত ডেটাবেজকে বলা হয়- সম্পর্কযুক্ত ডেটাবেজ।
২৬.UPDATE যে কুয়েরির অন্তর্ভুক্ত- Select
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    292 Views
    by rana
    0 Replies 
    313 Views
    by rana
    0 Replies 
    762 Views
    by rana
    0 Replies 
    170 Views
    by rana
    0 Replies 
    383 Views
    by rana

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]