- Thu Jan 09, 2025 10:36 am#8222
১. হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে- অপারেটিং সিস্টেম ।
২. অপারেটিং সিস্টেম ইন্সটল থাকে- C Drive এ।
৩.ROM ,BIOS এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো- ফার্মওয়্যার।
৪. Operating System যে ২ ধরনের প্রোগ্রাম নিয়ে গঠিত- Control Program & Service Program
৫. অধিক ব্যবহৃত মাইক্রো কম্পিউটারের জন্য ব্যবহৃত হয়- মাল্টি টাস্ক সিস্টেম।
৬. অপারিটিং সিস্টেমের কেন্দ্রীয় প্রোগ্রাম অংশকে বলে – কার্নেল।
৭. ওয়্যারলেস ফোন, পামটল, টু –ওয়ে ম্যাসেজিং ডিভাইসের ক্ষেত্রে ব্যবহৃত হয় – সিঙ্গেল টাস্ক সিস্টেম ।
৮. লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্ক- লিনাস বেনেডিক্ট টরভান্ডস।
৯. ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে বলে- ফরমেট ।
১০. একটি ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে ব্যবহৃত হয় – Defragmentation
১১. কম্পিউটার চালু হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ থাকে – BIOS এ
১২. অপারেটিং সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়াকে বলে- Booting
১৩. স্টোরেজ ডিস্কে ট্র্যাক এবং সেক্টর তৈরি করার জন্য ব্যবহার করা হয় – FORMAT
১৪. কোনো ফাইল , ফোল্ডার , গ্রাফিক্স ইত্যাদি স্থায়ীভাবে মুছে যায়-Shift + Delete কমান্ড দিয়ে।
১৫. সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম –ইউনিক্স ।
২. অপারেটিং সিস্টেম ইন্সটল থাকে- C Drive এ।
৩.ROM ,BIOS এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো- ফার্মওয়্যার।
৪. Operating System যে ২ ধরনের প্রোগ্রাম নিয়ে গঠিত- Control Program & Service Program
৫. অধিক ব্যবহৃত মাইক্রো কম্পিউটারের জন্য ব্যবহৃত হয়- মাল্টি টাস্ক সিস্টেম।
৬. অপারিটিং সিস্টেমের কেন্দ্রীয় প্রোগ্রাম অংশকে বলে – কার্নেল।
৭. ওয়্যারলেস ফোন, পামটল, টু –ওয়ে ম্যাসেজিং ডিভাইসের ক্ষেত্রে ব্যবহৃত হয় – সিঙ্গেল টাস্ক সিস্টেম ।
৮. লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্ক- লিনাস বেনেডিক্ট টরভান্ডস।
৯. ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে বলে- ফরমেট ।
১০. একটি ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে ব্যবহৃত হয় – Defragmentation
১১. কম্পিউটার চালু হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ থাকে – BIOS এ
১২. অপারেটিং সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়াকে বলে- Booting
১৩. স্টোরেজ ডিস্কে ট্র্যাক এবং সেক্টর তৈরি করার জন্য ব্যবহার করা হয় – FORMAT
১৪. কোনো ফাইল , ফোল্ডার , গ্রাফিক্স ইত্যাদি স্থায়ীভাবে মুছে যায়-Shift + Delete কমান্ড দিয়ে।
১৫. সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম –ইউনিক্স ।