Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8211
কম্পিউটারের অঙ্গ সংগঠন
১.CPU’র প্রধান অংশ – ৩টি।
২.বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর –Intel-4004
৩.16 বিট মাইক্রো প্রসেসরের জন্য প্রয়োজন হয়- 16 বিট অপারেটিং সিস্টেম ।
৪.USB’র পূর্ণরূপ-Universal Serial Bus
৫.Fireware-এর সাহায্যে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার সম্ভব -400 মেগাবাইট।
৬.কম্পিউটারের মূল মাদারবোর্ড বা ভিডিও কার্ডে যে পোর্ট দেওয়া হয় তাকে বলে-VGA বা Monitor Port
৭.ALU’র পূর্ণরূপ -- Arithmetic Logic Unit
৮.কম্পিউটার বাস বলতে বোঝায় – সিস্টেম বাসকে।
৯.কম্পিউটারের Software ও Hardware-এর সম্মিলিত রূপ ROM_BIOS কে বলে- Firmware(ফার্মওয়ার) ।
১০.প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে ডেটা জমা থাকে- রেজিস্টারে।
১১.প্রত্যেক মেমোরি সেলের নির্দিষ্ট অ্যাড্রেসকে বলে – মেমোরি অ্যাড্রেস ।
১২.RAM প্রধানত ২ প্রকার – DRAM ও SRAM
১৩.Assembly ভাষার জন্য ব্যবহৃত প্রসেসর হলো- CISC
১৪.মাদারবোর্ডকে বলা হয়- PCB(Printed Circuit Board)
১৫.কম্পিউটার মেমোরি হতে সংরক্ষিত ডেটা উত্তোলন পদ্ধতিকে বলে- Read
১৬.প্রতিটি বিট হলো – একটি করে ডিজিট।
১৭.ভার্চুয়াল মেমোরি যুক্ত থাকে –RAM –এর সাথে ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1343 Views
    by rana
    0 Replies 
    932 Views
    by shihab
    0 Replies 
    1129 Views
    by Romana
    0 Replies 
    1121 Views
    by kajol
    0 Replies 
    1095 Views
    by kajol

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]