Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8150
১. স্থির বিদ্যুৎ পরীক্ষার যন্ত্র – ইলেক্ট্রোস্কোপ।
২. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ- অসীম।
৩. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়- ডায়নামো।
৪. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের মাধ্যম –লউড স্পিকার।
৫. সাধারণ বৈদ্যুতিক বাতি, ফনোগ্রাম এবং সিনেমা প্রজেক্টর আবিষ্কার করেন- টমাস আলভা এডিসন।
৬. রোধের একক- ওহম ।
৭. ক্যাপসিটরের প্রধান কাজ –শক্তি সংরক্ষণ করা।
৮. ফ্লাক্স ঘনত্বের একক- অ্যাম্পিয়ার
৯. এক কিলোওয়াট ঘন্টায় -3.6*10^0 J
১০. যে যন্ত্রের সাহায্যে রোধ , বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহ পরিমাপ করা যায় তা হলো- মাল্টিমিটার।
১১. তড়িৎ প্রাবল্যের একক-NC^(-1)
১২. স্থির চার্জের ওপর চৌম্বক বল-শূন্য।
১৩. তাপমাত্রা বাড়ালে অর্ধ-পরিবাহী রোধ –কমবে।
১৪. তড়িৎ প্রবাহ মূলত –ইলেক্ট্রনের প্রবাহ।
১৫. 100W চিহ্নিত একটি বাল্ব 20 ঘন্টা জ্বললে মোট তড়িৎ খরচ হবে- 2KWh
১৬. ওহমের সূত্র -- V=IR
১৭. একটি বৈদ্যুতিক জেনারেটর হলো –শক্তির কনভার্টার ।
১৮. কমুটেটর ব্যবহৃত হয়- ডিসি মোটরে ।
১৯.ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- রেক্টিফায়ার হিসেবে।
২০. UPS ‘র পূর্ণরূপ - Uninterruptible Power Supply
২১. ইলেকট্রিক চাপের পরিমাণকে বলা হয়- Voltage
২২. বাংলাদেশের বাসা বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই ভোল্টেজ হলো- ২২০ ভোল্ট এ .সি ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    271 Views
    by rafique
    0 Replies 
    293 Views
    by shanta
    0 Replies 
    3029 Views
    by sajib
    0 Replies 
    2562 Views
    by kajol
    0 Replies 
    272 Views
    by rana

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]