- Wed Dec 18, 2024 3:28 pm#8146
১. ভাইরাস হলো – বাধ্যতামূলক পরজীবী।
২. ভাইরাসের দেহে – কোনো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই।
৩. প্রাণীর ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইরাস-Herpes virus
৪. প্রাণীর ক্ষেত্রে সবচেয়ে ছোট ভাইরাস – Polio virus
৫. ব্যাকটেরিয়া কোষ প্রাচীর গঠিত – পেপটিডোগ্লাইকেন দিয়ে।
৬. ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী – মশা ।
৭. পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে- দূষিত খাদ্য ও পানি দ্বারা ।
৮. HIV সংক্রমণের শেষ পর্যায় হলো – এইডস।
৯. জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো- ভাইরাস ।
১০. অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন- লুই পাস্তর।
১১. ডিপথেরিয়া রোগে দেহের যে অংশ আক্রান্ত হয়- গলা ।
১২. দুধকে টক করে- ব্যাকটেরিয়া ।
১৩.পাস্তরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়- দুধকে।
১৪. যে সকল ব্যাকটেরিয়া কোষে কোনো ফ্লাজেলা থাকে না তাদেরকে বলে- অ্যাট্রিকাস।
১৫. যে ভাইরাস আক্রমণে দেহের কোষ ফেটে যায়-Ebola
১৬. পেঁপের রিং স্পট রোগটির জন্য দায়ী ভাইরাস – PRSV-P
১৭. অশ্রু ও লালায় যে এনজাইম ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে- লাইসোজাইম ।
১৮. ডেঙ্গু যে ভাইরাসজনিত রোগ – ফ্লাভি ভাইরাস ।
১৯. বিখ্যাত আইরিশ দুর্ভিক্ষের কারণ- ছত্রাক আক্রমণ ।
২০. প্রাণীর ফুট অ্যান্ট মাউথ রোগ সৃষ্টির জন্য দায়ী- ভাইরাস ।
২১. যে গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে- তামাক গাছ।
২২. ভাইরাসজনিত রোগ –হাম , হার্পিস ,এইডস , বসন্ত ,ডেঙ্গু ,বার্ড ফ্লু, জলাতঙ্ক ও পোলিও ইত্যাদি ।
২. ভাইরাসের দেহে – কোনো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই।
৩. প্রাণীর ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইরাস-Herpes virus
৪. প্রাণীর ক্ষেত্রে সবচেয়ে ছোট ভাইরাস – Polio virus
৫. ব্যাকটেরিয়া কোষ প্রাচীর গঠিত – পেপটিডোগ্লাইকেন দিয়ে।
৬. ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী – মশা ।
৭. পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে- দূষিত খাদ্য ও পানি দ্বারা ।
৮. HIV সংক্রমণের শেষ পর্যায় হলো – এইডস।
৯. জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো- ভাইরাস ।
১০. অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন- লুই পাস্তর।
১১. ডিপথেরিয়া রোগে দেহের যে অংশ আক্রান্ত হয়- গলা ।
১২. দুধকে টক করে- ব্যাকটেরিয়া ।
১৩.পাস্তরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়- দুধকে।
১৪. যে সকল ব্যাকটেরিয়া কোষে কোনো ফ্লাজেলা থাকে না তাদেরকে বলে- অ্যাট্রিকাস।
১৫. যে ভাইরাস আক্রমণে দেহের কোষ ফেটে যায়-Ebola
১৬. পেঁপের রিং স্পট রোগটির জন্য দায়ী ভাইরাস – PRSV-P
১৭. অশ্রু ও লালায় যে এনজাইম ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে- লাইসোজাইম ।
১৮. ডেঙ্গু যে ভাইরাসজনিত রোগ – ফ্লাভি ভাইরাস ।
১৯. বিখ্যাত আইরিশ দুর্ভিক্ষের কারণ- ছত্রাক আক্রমণ ।
২০. প্রাণীর ফুট অ্যান্ট মাউথ রোগ সৃষ্টির জন্য দায়ী- ভাইরাস ।
২১. যে গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে- তামাক গাছ।
২২. ভাইরাসজনিত রোগ –হাম , হার্পিস ,এইডস , বসন্ত ,ডেঙ্গু ,বার্ড ফ্লু, জলাতঙ্ক ও পোলিও ইত্যাদি ।