Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8124
১. MKS পদ্ধতিতে ভরের একক –কিলোগ্রাম।
২. ১ মিটার সমান- ৩৯.৩৭ ইঞ্চি।
৩. ১ বর্গইঞ্চি সমান- ৬.৪৫ বর্গসেন্টিমিটার ।
৪. পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায়-৬৩৭১ কিলোমিটার।
৫. এক কুইন্টাল সমান- ১০০ কেজি ।
৬. আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনে একক – ঘনমিটার।
৭. ১ মাইল সমান -১.৬১ কিলোমিটার ।
৮. ন্যানো সেকেন্ড হলো –এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
৯. আন্তর্জাতিক একক পদ্ধতি চালু করা হয়- ১৯৬০ সালে।
১০. ১ কিলোগ্রাম সমান -২.২০ পাউন্ড।
১১. কাজের একক – জুল।
১২.সিজিএস পদ্ধতিতে দৈর্ঘে্যর একক- সেন্টিমিটার।
১৩. ১ কিলোমিটার সমান -০.৬২ মাইল।
১৪. পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক- কিলোগ্রাম ।
১৫. নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয়- যথাযথভাবে হাল ঘুরিয়ে ।
১৬.পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ- সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়।
১৭. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। এ নীতির মিল আছে- রকেট ইঞ্জিনের সাথে।
১৮. সহসা দরজা খুলতে চাইলে দরজার বল প্রয়োগ করা উচিত- কব্জার বিপরীত প্রান্তে ।
১৯. শূন্য মাধ্যমে ভিন্ন ভরের ৩টি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে মাটিতে পড়বে- সবকটি একসঙ্গে ।
২০.যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন-বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে ।
২১. চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন- গাত জড়তার কারণে
২২. নিউটনের গাতসূত্র -৩টি ।
২৩.একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে –নিউটনের তৃতীয় সূত্র।
২৪. পাহাড়ে ওঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়- পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য।
২৫. এক কেজি বল সমান = 9.8N
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    63 Views
    by tamim
    0 Replies 
    539 Views
    by apple
    0 Replies 
    474 Views
    by rana
    0 Replies 
    557 Views
    by rana

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]