Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8115
১.অ্যালটিমিটার –উচ্চতা পরিমাপক যন্ত্র।
২. উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-ক্রেসকোগ্রাফ।
৩. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের নাম ক্রনোমিটার।
৪. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র – ট্যাকোমিটার।
৫. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যানোমিটার।
৬. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র –সিসমোগ্রাফ।
৭. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র –ফ্যাদোমিটার।
৮. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিল – উন্নত ধরনের বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে।
৯. স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত-পদার্থবিদ।
১০. বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি – টমাস এডিসন।
১১. সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় –প্রতিধ্বনির সাহায্যে।
১২.পারমাণবিক বোমার আবিষ্কারক-ওপেনহাইমার।
১৩. পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্র – ব্যারোমিটার।
১৪. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন- জেমস ওয়াট।
১৫. ব্যারোমিটর আবিষ্কার করেন- টরেসিলি।
১৬. মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম – ওডোমিটার।
১৭.ফনোগ্রাম আবিষ্কার করেন- এডিসন ।
১৮. বেতার যন্ত্র আবিষ্কার করেন-মার্কনী
১৯. বাতাসের আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র –হাইড্রোমিটার ।
২০ . গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র- ম্যানোমিটার।
২১. শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল- ফনোগ্রাফ।
২২. দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র –ল্যাক্টোমিটার।
২৩. সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারদিকে ঘুরে চলেছে – একথা প্রথম বলেছেন –কোপার্নিকাস ।
২৪. বিজ্ঞানে দুইবার নোবেল পুরষ্কার অর্জন করেছিলেন- মাদাম কুরি ।
২৫. হাইড্রোমিটার –তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    304 Views
    by shohag
    0 Replies 
    316 Views
    by sajib
    0 Replies 
    222 Views
    by afsara
    0 Replies 
    347 Views
    by rana
    0 Replies 
    468 Views
    by rana
    Self Test

    কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১.কৃত্রিম বুদ্ধিমত্তা প্[…]

    ১.ডেটা স্থানান্তরের হারকে বলে- ব্যান্ডউইথ। ২. কম্প[…]

    ২১.কোন বানানটি শুদ্ধ ?- উঃ খ. বিভীষিকা ২২. সমাস নি[…]