- Sun Dec 08, 2024 7:27 pm#8102
জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বজুড়ে উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র (SDG)। ড. মুহাম্মদ ইউনুসের থ্রি – জিরো SDG অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে SDG অর্জনে বদ্ধপরিকর । ড. মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্বের ধারণা বাংলাদেশ তরুণদের ক্ষমতায়ন, প্রযুক্তির ব্যবহার , সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কৃষি খাতে একটি নতুন বিপ্লব ঘটানোর স্ম্ভাবনা রাখে ।টেকসই উন্নয়নের সব সূচকে অভীষ্ট অর্জনের ক্ষেত্রে থ্রি জিরো অনুঘটন হিসেবে কাজ করে।