Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#8099
১.শস্য হলো -২ প্রকার । যথা – রবিশস্য (শীতকালীন শস্য ) ও খরিপ শস্য (গ্রীষ্মকালীন শস্য) ।
২. বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় –বরিশালকে ।
৩. বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় – ময়মনসিংহ ।
৪. বিশ্বে ধান উৎপাদনে শীর্ষ দেশ –চীন।
৫. বিশ্বে চাল রপ্তানিতে শীর্ষ দেশ –থাইল্যান্ড ।
৬. পাট গবেষণা ইনস্টিটিউট অবস্থিত – ঢাকায়
৭. পাট গবেষণা বোর্ড অবস্থিত – মানিকগঞ্জ ।
৮. আদমজী পাটকল বন্ধ হয় – ৩০ জুন ২০০২ ।
৯.বর্তমানে নিবন্ধিত চা বাগান রয়েছে – ১৬৯ টি।
১০. বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ করা হয়- সিলেটের মালনিছড়ায়
’১১. দেশের অর্গানিক চা বাগান তৈরি করা হয়- পঞ্চগড়।
১২.ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় – প্রাকৃতিক সার ।
১৩. সার্ক কৃষি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় – ১৯৮৮ সালে
১৪. নারিকা-১ হলো – আফ্রিকা থেকে আমদানিকৃত খরা সহিষ্ণু ধান।
১৫. মঙ্গা এলাকার জন্য বিখ্যাত ধান – বিআর ৩৩ ।
১৬.সুমত্রা ও ম্যানিলা হলো – তামাক জাতীয় শস্য।
১৭. রেশম পোকার বৈজ্ঞানিক নাম –Bombyx Mori।
১৮. বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প –তিস্তা সেচ প্রকল্প ।
১৯.কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী , ধান উৎপাদনে শীর্ষ জেলা –ময়মনসিংহ
২০.কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী , পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা –ফরিদপুর ।
২১. সিঙ্গাপুরী হলো – উন্নতজাতের কলার নাম ।
২২. ঝুমকা, সিঁদুর ও শ্রাবণী হলো – উন্নতজাতের কলা ।
২৩. সূর্যকন্যা বলা হয়- তুলাগাছকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    769 Views
    by rana
    0 Replies 
    852 Views
    by romen
    0 Replies 
    881 Views
    by romen
    0 Replies 
    538 Views
    by romen
    0 Replies 
    661 Views
    by romen

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]