- Sat Dec 07, 2024 10:58 am#8093
নতুন একটি মথের (গণ ও প্রজাতি) নামকরণকারীদের তালিকায় নাম লেখক বাংলাদেশি দম্পতি মো. জহির রায়হান ও সায়েমা জাহান। ছয় মাসের গবেষণার পর এ দম্পতি নতুন মথটির নামকরণ করেন। এর নাম দেন প্যারাক্সিনোয়াক্রিয়া স্পিনোসা । ২০২৪ সালের অক্টোবরে আ নিউ জেনাস অ্যান্ড স্পেসিস অব পেলিওপোডিডি হজেস, ১৯৭৪ (ইনসেকট লেপিডাপটেরা) ফ্রম সাউথ –এশিয়া শিরোনামে নিবন্ধটি প্রকাশিত হয়। এর আগে তারা আরও দুইটি মথ আবিষ্কার করেন। এগুলো হলে-Phragmatataecia Ishuqii ও Schistophleps Kendricki । মথ হলো প্রজাপতির সাথে সম্পর্কিত এবং লেপিডোপ্টেরা বর্গের অধিকাংশ প্রজাতিই হলো এ সকল মথ। প্র্রায় ১,৬০.০০০ টি প্রজাতি নিয়ে এ মথের দল গঠিত যাদের অনেকগুলোর বর্ণনা এখনো অসম্পূর্ণ।